Ajker Patrika

ভাঙ্গায় অবরোধ কর্মসূচি ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী, যান চলাচল স্বাভাবিক

ফরিদপুর প্রতিনিধি
আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। ছবি: আজকের পত্রিকা

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। আজ সোমবার সকাল থেকে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের অবরোধের চেষ্টা হলে বলপ্রয়োগ করা হবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিক্ষুব্ধরা আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অবরোধ হয়নি। হামিরদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। এ সময় নারী ও শিশুদের হাতে ঝাড়ু দেখা যায়। তারা ‘চলছে লড়াই চলবে, হামিরদিবাসী লড়বে’ এবং ‘এক ইঞ্চি সীমানা নগরকান্দায় দেব না’ স্লোগান দিতে থাকেন।

মানববন্ধন চলাকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনাবাহিনী সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে সকাল ১০টার দিকে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দা বিপুল শরীফ নির্বাচন প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শপথ ভঙ্গ করেছেন। আমাদের হামিরদি ফিরিয়ে দিন, আমরা ভাঙ্গায় একসঙ্গে থাকতে চাই।’ তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন, যেন সাধারণ মানুষকে মামলার হয়রানি থেকে রক্ষা করা হয়।

হামিরদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। ছবি: আজকের পত্রিকা
হামিরদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। ছবি: আজকের পত্রিকা

এদিকে, চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে গতকাল রোববার রাতে একটি মামলা করেছে। মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মামলাটি দ্রুত বিচার আইনে রুজু করা হয়েছে। এ পর্যন্ত মো. সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হামিরদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। ছবি: আজকের পত্রিকা
হামিরদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। ছবি: আজকের পত্রিকা

পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে যাতে কোনো সড়ক অবরোধ করা না হয়। সকল সড়কের যান চলাচল স্বাভাবিক আছে। তিনি বলেন, ‘কোথাও সড়ক অবরোধ করা হলে সেখানে বলপ্রয়োগ করা হবে। তবে স্থানীয়রা যদি সড়ক অবরোধ না করে অন্য কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, তাতে কোনো বাধা দেওয়া হবে না।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এর প্রতিবাদে গত পাঁচ দিনে তিন দফায় ভাঙ্গা হয়ে যাওয়া দুটি মহাসড়ক, দুটি রেলপথ এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ চরম দুর্ভোগে পড়েন। সর্বশেষ রোববারও সকাল-সন্ধ্যা অবরোধ পালন করা হয় এবং সোম ও মঙ্গলবারও অবরোধের ঘোষণা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

কবরস্থানে রেখে যাওয়া নবজাতক হঠাৎ নড়ে উঠল, হাসপাতালে ভর্তি

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, স্ক্রিনশট দিয়ে ব্যানার কলেজ গেটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত