ফরিদপুর প্রতিনিধি
মিনতী রানী বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
মিনতী রানী ১৯৮৯ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে। এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।
মিনতী রানী বলেন, ‘এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে।’
অনুষ্ঠানে মিনতী রানীকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির। যাঁর স্নেহ-ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন।’
মিনতী রানী বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়।
মিনতী রানী ১৯৮৯ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে। এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে নানা আয়োজন। বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়।
মিনতী রানী বলেন, ‘এই স্কুল ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে।’
অনুষ্ঠানে মিনতী রানীকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসাইন। তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটির। যাঁর স্নেহ-ছায়ায় অনেক শিক্ষিত মানুষ তৈরি হয়েছেন।’
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে শত শত পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি। এ বছরের মে মাসের শেষ দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া, গঙ্গাধরদী, সেলিমপুর, জয়পুর ও উত্তর পাটগ্রাম এলাকায় শত শত বিঘা ফসলি জমির...
১৫ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার আসামি কনক কারীকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল বৃহস্পতিবার বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
৩৫ মিনিট আগেরাঙামাটি রাজবন বিহারে মহা সংঘদান অনুষ্ঠান করেছে রাঙামাটি সদর উপজেলার বাসিন্দারা। আজ শুক্রবার সকাল ৯টায় রাজবন বিহারের দক্ষিণ মাঠে এ মহা সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪৩ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী ঢালায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩১)।
১ ঘণ্টা আগে