Ajker Patrika

যুবলীগ নেতা ফোয়াদের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২: ২৬
যুবলীগ নেতা ফোয়াদের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রীর এপিএস এ এইচ এম ফোয়াদের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ আদেশ দেন।

জানা যায়, ২০১৫ সালে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়ে কাউন্টার দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে ছোটন বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হন। এ মামলায় ফোয়াদকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে প্রথমে দুই দিন রিমান্ডে নেয়। রিমান্ড শেষে আদালতে তোলা হলে তাঁকে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার অধিকতর তদন্তের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়। আদালত আরও দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ১২ অক্টোবর ফোয়াদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। তাঁর নামে ২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। এরই মধ্যে পুলিশ ৭টি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

টাঙ্গাইলে মুখোমুখি কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত