Ajker Patrika

ফরিদপুরে স্টপেজের দাবিতে ‘চন্দনা কমিউটার’ থামিয়ে দিল এলাকাবাসী

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৪, ১০: ২৩
ফরিদপুরে স্টপেজের দাবিতে ‘চন্দনা কমিউটার’ থামিয়ে দিল এলাকাবাসী

আজ রোববার ভোরে ফরিদপুরে স্টেশন অতিক্রম করছিল ভাঙ্গাগামী চন্দনা কমিউটার ট্রেন। এ সময় ফরিদপুর স্টেশনে ট্রেনটির স্টপেজ না থাকায় একে থামিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় ১২ মিনিট ট্রেনটি আটকে রাখেন তাঁরা। পরে বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালক মো. মহিবুল ইসলামের আশ্বাসে ট্রেনটিকে যেতে দেওয়া হয়। 

ভোর সাড়ে ৫টায় স্টপেজের দাবিতে ফরিদপুর স্টেশনে মানববন্ধন করেন ফরিদপুরবাসী। মানববন্ধন চলাকালীন ভোর ৫টা ৩৮ মিনিটে স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। এ সময় মানববন্ধনকারীরা রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়েন এবং একপর্যায়ে সেখানে বসে পড়লে ট্রেনটি থামাতে বাধ্য হন চালক। এর আগে ভোর ৫টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসে চন্দনা কমিউটারের ওই ট্রেন। 

ক্ষোভ প্রকাশ করে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বলেন, ‘আমাদের দুঃখ হয় যে একটি ট্রেন রাজবাড়ী থেকে ছেড়ে অফিস টাইম মেইনটেইন করে ফরিদপুরের ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু ফরিদপুরবাসী কোনো উপকৃত হচ্ছে না, এটা মেনে নেওয়া যায় না। ট্রেনটি ফরিদপুর স্টেশনে থামলে এখানকার মানুষ ঢাকায় গিয়ে অফিস করতে পারবে। এ ছাড়া ব্যক্তিগত কাজকর্ম শেষ করে আবার ফরিদপুরে ফিরে আসতে পারবে।’ 

স্টপেজের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকেই ফরিদপুরে স্টপেজ চাই। প্রাচীন এই জেলায় স্টপেজ থাকবে, এটা আমাদের প্রাণের দাবি। ফরিদপুরের ওপর দিয়ে যে ট্রেনই যাবে, তার স্টপেজ থাকতে হবে।’ 
 
এ সময় ‘এক দফা এক দাবি, ফরিদপুরে স্টপেজ চাই, দিতে হবে দিতে হবে’ স্লোগান দেন বিক্ষুব্ধরা। একপর্যায়ে ট্রেন থেকে নেমে আসেন বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালক মো. মহিবুল ইসলাম। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং স্টপেজের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, আগামীকাল থেকেই ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ মানববন্ধন ও বিক্ষোভে অন্তত অর্ধশত মানুষ অংশ নেন। এদের মধ্যে ছিলেন ঘুরিফিরি ফরিদপুর ও ফরিদপুর সিটি পেইজের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা। বক্তব্য দেন তরুণ সংগঠক আবরার নাদিম ইতু, সেলিম মিয়া, আশিষ কুমার কুন্ডু, আলি মকিম, ইকবাল হোসেনসহ অনেকে। 

এর আগে গতকাল শনিবার মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে চন্দনা কমিউটারের রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

দিয়াবাড়ির কাশবনে নারীর অর্ধগলিত লাশ, মৃত্যু ১০-১২ দিন আগে: পুলিশ

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত