Ajker Patrika

ফরিদপুরে মিক্সচার প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

ফরিদপুর প্রতিনিধি
তীব্র ধোয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
তীব্র ধোয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত

ফরিদপুরে সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত মিক্সচার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তীব্র ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। এ ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় বাইপাস সড়কসংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে অবস্থিত ওই প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা একটি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শ্রমিককে নেওয়া হয়। তাঁরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কাইলাডাঙ্গা গ্রামের জয়নাল মোল্যার ছেলে আল আমিন মোল্যা (৩৫) এবং বকুলনগর গ্রামের হজরত আলীর ছেলে মো. মোকসেদ আলী (৪০)। তাঁদের হাত, মুখসহ শরীরের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ওই প্ল্যান্টের মিক্সচার মেশিনের একটি মোটর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনের ধোঁয়ার তীব্রতা বেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত