Ajker Patrika

ফরিদপুরে করোনায় এক দিনে রেকর্ড ২১ জনের মৃত্যু

প্রতিনিধি, সদর (ফরিদপুর)
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১: ৫৬
ফরিদপুরে করোনায় এক দিনে রেকর্ড ২১ জনের মৃত্যু

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২১ জন রোগীর মৃত্যু হয়েছে; যা জেলাটিতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৬ জন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর বাকি পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. সাইফুর রহমান বলেন, মৃতদের মধ্যে ফরিদপুর ছাড়াও আশপাশের জেলার রোগী ছিলেন। তাঁদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন।

জানা গেছে, ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ২১ জনের মধ্যে ফরিদপুরের পাঁচজন রয়েছেন। ফরিদপুরের মৃত পাঁচজনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন চারজন। আরেকজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত