প্রতিনিধি, নগরকান্দা (ফরিদপুর)
ফরিদপুরের নগরকান্দার শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে পড়েছে। ধসে যাওয়ায় সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে ধসে যেতে থাকলে যেকোনো সময় পুরো রাস্তা ভেঙে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।
জানা গেছে, সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা হয়ে ঢাকা-খুলনা বিশ্বরোডে গিয়ে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক-ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি প্রতিনিয়ত চলাচল করে। এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। কিন্তু শশা ব্রিজসংলগ্ন সড়কের পাশে ফ্ল্যাট সলিং না থাকায় এবং দীর্ঘ দিন ধরে একটানা প্রবল বৃষ্টি হওয়ার কারণে সড়কের কিছু অংশ ধসে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের নির্মাণকাজ যথাযথভাবে না হওয়ায় সড়কের বিভিন্ন স্থান ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। এসব সমস্যা দেখার বা সমাধান করার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, ‘শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। খুব দ্রুত ধসে যাওয়া সড়ক মেরামত করা হবে।’
ফরিদপুরের নগরকান্দার শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে পড়েছে। ধসে যাওয়ায় সড়কে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে ধসে যেতে থাকলে যেকোনো সময় পুরো রাস্তা ভেঙে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।
জানা গেছে, সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা হয়ে ঢাকা-খুলনা বিশ্বরোডে গিয়ে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক-ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি প্রতিনিয়ত চলাচল করে। এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। কিন্তু শশা ব্রিজসংলগ্ন সড়কের পাশে ফ্ল্যাট সলিং না থাকায় এবং দীর্ঘ দিন ধরে একটানা প্রবল বৃষ্টি হওয়ার কারণে সড়কের কিছু অংশ ধসে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের নির্মাণকাজ যথাযথভাবে না হওয়ায় সড়কের বিভিন্ন স্থান ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। এসব সমস্যা দেখার বা সমাধান করার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, ‘শশা ব্রিজসংলগ্ন সড়কের কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। খুব দ্রুত ধসে যাওয়া সড়ক মেরামত করা হবে।’
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৩ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
৩ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে