হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দূরপাল্লার বাস চলাচল একরকম বন্ধ। দুই-একটি লোকাল বাস চললেও যাত্রীরা নিরাপদ মনে করে ট্রেনে ভিড় জমাচ্ছেন। তবে, সেখানেও বিশেষ করে টিকিট কাটা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুর স্টেশনে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে এমন চিত্র দেখা যায়। পদ্মা সেতু দিয়ে চলাচল করা এ ট্রেনটি ঠাসাঠাসি যাত্রীতে। চেয়ার না পেয়ে অনেকে দাঁড়িয়ে থেকেই ঢাকায় ছুটে যাচ্ছেন। আবার অনেকে টিকিট না পেয়ে জরিমানা গুনেও ঢাকায় যাচ্ছেন।
রাজবাড়ী থেকে ট্রেনে উঠেছেন শহিদুল নামে এক ব্যক্তি। তিনি বলেন, দূরপাল্লার বাস ছাড়ছে না, লোকাল বাসে দুই-একটি ছাড়লেও ঠিকমতো যাত্রী না হলে ছাড়ে না। ছাড়লেও অনেক সময় লেগে যায়। তা ছাড়া অবরোধে বাসে আগুন-আতঙ্ক রয়েছে। সে ক্ষেত্রে ট্রেনেই নিরাপত্তা আছে।
অন্য এক যাত্রী বলেন, অবরোধের সময়ে ট্রেনযাত্রাই নিরাপদ। কষ্ট হলেও ঢাকায় যেতে হবে। রাজবাড়ী স্টেশন থেকে যথাসময়ে টিকিট পেলেও ঢাকায় দাঁড়িয়ে যাচ্ছি।
এভাবেই অনেকে দুই থেকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেই ঢাকায় যাচ্ছেন। চলমান অবরোধে ট্রেনযাত্রাকেই তাঁরা নিরাপদ মনে করছেন।
অবরোধে ট্রেনে নিরাপদ যাত্রা মনে করে ফরিদপুর স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে উঠেছেন আতিকুল নামে এক ব্যক্তি। চলন্ত ট্রেনে রাত ৮টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে টিকিটের জন্য কয়েকবার স্টেশনে এসেছি, কিন্তু টিকিট পাওয়া যায়নি। টিকিট কাউন্টার থেকে বলছে টিকিট নেই, সার্ভারে সমস্যা। এগুলো সিন্ডিকেট। এখন জরিমানা গুনে ঢাকায় যাচ্ছি। কেন টিকিট থাকবে না?’
ফরিদপুর স্টেশন থেকে ওঠা অপর এক যাত্রী বলেন, ‘আমার এক স্বজন মুমূর্ষু অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যেভাবেই হোক ঢাকায় যেতে হবে। তাই এক দিন আগে থেকে অনলাইনে টিকিট নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনো টিকিট নেই। স্টেশনে এসে মাস্টারকেও বলেছি। কিন্তু তিনি আমাকে বলেন, সার্ভারে সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, ট্রেনে উঠে যান, টিটি জরিমানা চাইলে জরিমানা দেবেন। কিন্তু নির্ধারিত ভাড়া ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত ২৬৫ টাকা হলেও জরিমানা দেখিয়ে ৩৫০ টাকা আদায় করেছে।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর স্টেশন মাস্টার তাকদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। এ কারণে নির্ধারিত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অপর দিকে সার্ভারেও সমস্যা করছে। যে কারণে অনলাইনে টিকিট থাকলেও দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর পদ্মা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পয়লা নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে তিনটি ট্রেন চলাচল করছে। এর মধ্যে মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা হয়ে রাজশাহী, সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনা এবং বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে যশোরের বেনাপোল যাচ্ছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে দূরপাল্লার বাস চলাচল একরকম বন্ধ। দুই-একটি লোকাল বাস চললেও যাত্রীরা নিরাপদ মনে করে ট্রেনে ভিড় জমাচ্ছেন। তবে, সেখানেও বিশেষ করে টিকিট কাটা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুর স্টেশনে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে এমন চিত্র দেখা যায়। পদ্মা সেতু দিয়ে চলাচল করা এ ট্রেনটি ঠাসাঠাসি যাত্রীতে। চেয়ার না পেয়ে অনেকে দাঁড়িয়ে থেকেই ঢাকায় ছুটে যাচ্ছেন। আবার অনেকে টিকিট না পেয়ে জরিমানা গুনেও ঢাকায় যাচ্ছেন।
রাজবাড়ী থেকে ট্রেনে উঠেছেন শহিদুল নামে এক ব্যক্তি। তিনি বলেন, দূরপাল্লার বাস ছাড়ছে না, লোকাল বাসে দুই-একটি ছাড়লেও ঠিকমতো যাত্রী না হলে ছাড়ে না। ছাড়লেও অনেক সময় লেগে যায়। তা ছাড়া অবরোধে বাসে আগুন-আতঙ্ক রয়েছে। সে ক্ষেত্রে ট্রেনেই নিরাপত্তা আছে।
অন্য এক যাত্রী বলেন, অবরোধের সময়ে ট্রেনযাত্রাই নিরাপদ। কষ্ট হলেও ঢাকায় যেতে হবে। রাজবাড়ী স্টেশন থেকে যথাসময়ে টিকিট পেলেও ঢাকায় দাঁড়িয়ে যাচ্ছি।
এভাবেই অনেকে দুই থেকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেই ঢাকায় যাচ্ছেন। চলমান অবরোধে ট্রেনযাত্রাকেই তাঁরা নিরাপদ মনে করছেন।
অবরোধে ট্রেনে নিরাপদ যাত্রা মনে করে ফরিদপুর স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে উঠেছেন আতিকুল নামে এক ব্যক্তি। চলন্ত ট্রেনে রাত ৮টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে টিকিটের জন্য কয়েকবার স্টেশনে এসেছি, কিন্তু টিকিট পাওয়া যায়নি। টিকিট কাউন্টার থেকে বলছে টিকিট নেই, সার্ভারে সমস্যা। এগুলো সিন্ডিকেট। এখন জরিমানা গুনে ঢাকায় যাচ্ছি। কেন টিকিট থাকবে না?’
ফরিদপুর স্টেশন থেকে ওঠা অপর এক যাত্রী বলেন, ‘আমার এক স্বজন মুমূর্ষু অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যেভাবেই হোক ঢাকায় যেতে হবে। তাই এক দিন আগে থেকে অনলাইনে টিকিট নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনো টিকিট নেই। স্টেশনে এসে মাস্টারকেও বলেছি। কিন্তু তিনি আমাকে বলেন, সার্ভারে সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, ট্রেনে উঠে যান, টিটি জরিমানা চাইলে জরিমানা দেবেন। কিন্তু নির্ধারিত ভাড়া ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত ২৬৫ টাকা হলেও জরিমানা দেখিয়ে ৩৫০ টাকা আদায় করেছে।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর স্টেশন মাস্টার তাকদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। এ কারণে নির্ধারিত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অপর দিকে সার্ভারেও সমস্যা করছে। যে কারণে অনলাইনে টিকিট থাকলেও দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর পদ্মা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পয়লা নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে তিনটি ট্রেন চলাচল করছে। এর মধ্যে মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা হয়ে রাজশাহী, সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনা এবং বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে যশোরের বেনাপোল যাচ্ছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। ইতিমধ্যে শেষ হয়েছে ভোটের প্রচার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এরপর একই দিনে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু ও হল সংসদ নির্বাচনে
১ ঘণ্টা আগেমিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (৪০) ও তাঁর ভাই রানা (৩৫)।
২ ঘণ্টা আগেনেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। আজ বুধবার জেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে