Ajker Patrika

দুই মাস বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৪: ৪৬
দুই মাস বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

দুই মাস সাত দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পিইপিঅ্যান্ডএম) মো. আবু তালেব ফরাজী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৮ লাখ মেট্রিক টন পাথর মজুত রয়েছে। বন্ধ থাকা অবস্থায় দুই মাসে ২ লাখ টনের বেশি পাথর বিক্রি হয়েছে।

খনি কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে খনি ভূগর্ভ থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে। তাতে প্রতিদিন গড়ে ৫ হাজার টনের বেশি পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলনের কাজ করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতি মাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি না থাকায় খনির ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুত গড়ে ওঠে।

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি। ছবি: আজকের পত্রিকাপাথর রাখার স্থান সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে গত ১ ফেব্রুয়ারি খনির উৎপাদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে। এ সময় খনি থেকে পাথর উত্তোলনের কাজে কর্মরত সাত শতাধিক শ্রমিক-কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত