নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলছে ‘নগর ভবন ব্লকেড’। অবরুদ্ধ নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় এই ব্লকেড কর্মসূচি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়। এক পর্যায়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এতে নগর ভবন ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।
নগর ভবন অবরুদ্ধ করায় গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। নাগরিক সেবাও ব্যাহত রয়েছে। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘দফা এক দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তাঁরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল রোববার বিক্ষোভকারীরা এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ৷ তাঁরা বলেন, নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রাখতে আজ সোমবার তাঁরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাঁরা আরও বলেন, মেয়র ছাড়া নগর ভবনের কোনো কার্যক্রম চলবে না। ইশরাককে শপথ দেওয়ার আগ পর্যন্ত নগর ভবনের একটি তালাও খুলবে না।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন গত বুধবার থেকে চলছে। আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলছে ‘নগর ভবন ব্লকেড’। অবরুদ্ধ নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় এই ব্লকেড কর্মসূচি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়। এক পর্যায়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এতে নগর ভবন ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।
নগর ভবন অবরুদ্ধ করায় গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। নাগরিক সেবাও ব্যাহত রয়েছে। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘দফা এক দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তাঁরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল রোববার বিক্ষোভকারীরা এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ৷ তাঁরা বলেন, নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রাখতে আজ সোমবার তাঁরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাঁরা আরও বলেন, মেয়র ছাড়া নগর ভবনের কোনো কার্যক্রম চলবে না। ইশরাককে শপথ দেওয়ার আগ পর্যন্ত নগর ভবনের একটি তালাও খুলবে না।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন গত বুধবার থেকে চলছে। আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৭ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৮ মিনিট আগে