Ajker Patrika

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩০ জনের পরিচয়

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২০: ০৭
বিমান বিধ্বস্তের পর স্কুলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা শিশুদের ব্যাগগুলো একত্রে করে ভ্যানে তোলেন প্রতিষ্ঠানটির দুই কর্মচারী। পরে সেগুলো অফিস কক্ষে সংগ্রহ করে রাখা হয়। গতকাল উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে তোলা। ছবি: ওমর ফারুক
বিমান বিধ্বস্তের পর স্কুলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা শিশুদের ব্যাগগুলো একত্রে করে ভ্যানে তোলেন প্রতিষ্ঠানটির দুই কর্মচারী। পরে সেগুলো অফিস কক্ষে সংগ্রহ করে রাখা হয়। গতকাল উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে তোলা। ছবি: ওমর ফারুক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের সংখ্যা ও নামের তালিকা প্রকাশ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা রয়েছে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

মৃতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৩ জন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এক ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে একজন রয়েছে।

বার্ন ইনস্টিটিউটে নিহত ব্যক্তিরা হলো তানভীর (১৪), আফনান ফাইয়াজ (১৪), মাহরীন (৪৬), বাপ্পি (৯), মাসুকা (৩৭), এবি শামীম (১৪), সায়ান ইউসূফ (১৪), আরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩), নাফি (১৯), মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) ও মাহিয়া তাসনিম (১৫)।

সিএমএইচে নিহত ব্যক্তিরা হলো রজনী ইসলাম (৩৭), মো. সামিউল করিম (৯), ফাতেমা আক্তার (৯), মেহনাজ আফরিন হুমায়রা (৯), সারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯), সায়মা আক্তার (৯) ও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

এই হাসপাতালে আরও ছয়জনের লাশ অশনাক্ত হিসেবে মর্গে ছিল। তাদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। আজ বিকেলে সিআইডি তাদের পরিচয় শনাক্ত করে। ওই পাঁচ শিক্ষার্থী হলো ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।

ঢামেকে জুনায়েদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তালিকায় এই ব্যক্তির মৃত্যুর হিসাব পাওয়া গেলেও সিআইডির কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। সিআইডি বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত একজনের (সিএমএইচের মর্গে থাকা লাশ) পরিচয় শনাক্ত হয়নি।

আর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ওমায়ের নূর আশফিক নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত