নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌদি আরব থেকে দেশে ফেরা এক প্রবীণ তাঁর পরিবার খুঁজছেন। তাঁর বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। নিজের নাম বলছেন আবুল কাশেম। তাঁর দাবি, ২৫ বছর আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর তিন ছেলে ও ছয় মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রয়েছেন। তবে সুনির্দিষ্টভাবে তিনি তাঁর ঠিকানা বলতে পারছেন না। অনেক কিছু ভুলে যান।
বর্তমানে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে অবস্থান করছেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচিপ্রধান শরিফুল হাসান জানান, বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক, এয়ারপোর্ট আর্মড পুলিশসহ সবার সহযোগিতায় বিদেশফেরতদের জন্য ব্র্যাক নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিমানবন্দরের আর্মড পুলিশ গত শনিবার বিকেলে ওই বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রবাসীকল্যাণ ডেস্কে পৌঁছে দেয়।
ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, তিনি সম্ভবত গত শুক্রবার দিবাগত রাতে জেদ্দা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন। তাঁর কাছে কোনো পাসপোর্ট ছিল না। তিনি ট্রাভেল পাস নিয়ে এসেছেন।
শরিফুল হাসান জানান, শারীরিকভাবে সুস্থ মনে হলেও সম্ভবত তিনি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত। তিনি সঠিকভাবে তাঁর ঠিকানা বলতে পারছেন না। তিনি জানাচ্ছেন তাঁর নাম আবুল কাশেম। পিতার নাম ফজেল আহমেদ। মাতা শাবানা। স্ত্রীর নাম বলছেন আমেনা। নিজের ঠিকানা তিনি কখনো বলছেন চট্টগ্রামের নয়াবাজার। কখনো বলছেন টেকনাফ। আবার কখনো রাউজানের পাহাড়তলী ইউনিয়নের গরিশংকরহাটের কথাও বলছেন। আবার বলছেন, চট্টগ্রামের নতুন বাজার হালিশহরের কাছে, ঈদগাহের মাঠ বউ বাজার এলাকায় তাঁর ছেলের তরকারির দোকান আছে।
তাঁর বাড়ি কোথায় নিশ্চিত হতে না পারলেও ভাষা শুনে বোঝা গেছে তাঁর বাড়ি চট্টগ্রাম অঞ্চলে।
আবুল কাশেমের দাবি, তাঁর ছয় মেয়ে ও তিন ছেলে রয়েছে। তাঁর তিন ছেলের নাম মান্নান, নূর হাসান, এনামুল হাসান। এর মধ্যে নূর হাসানের তরকারির দোকান আছে। ছোট ছেলে এনামুল হাসান দুবাই থাকেন। মান্নান সৌদি আরবে থাকেন বলে দাবি তাঁর। ৮-১০ জন নাতি-নাতনিও আছে বলে জানান এই বৃদ্ধ।
তাঁর বক্তব্য অনুযায়ী উড়োজাহাজে ওঠার আগে পরিবারের সঙ্গে কথা বলেছেন। শরিফুল হাসান বলেন, পুলিশের বিশেষ শাখা ও চট্টগ্রামের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কেউ তাঁকে চিনতে পারলে বা কোনো তথ্য পেলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল-আমিন নয়নের সঙ্গে এই নম্বরে (01712197854) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সৌদি আরব থেকে দেশে ফেরা এক প্রবীণ তাঁর পরিবার খুঁজছেন। তাঁর বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। নিজের নাম বলছেন আবুল কাশেম। তাঁর দাবি, ২৫ বছর আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর তিন ছেলে ও ছয় মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রয়েছেন। তবে সুনির্দিষ্টভাবে তিনি তাঁর ঠিকানা বলতে পারছেন না। অনেক কিছু ভুলে যান।
বর্তমানে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে অবস্থান করছেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচিপ্রধান শরিফুল হাসান জানান, বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক, এয়ারপোর্ট আর্মড পুলিশসহ সবার সহযোগিতায় বিদেশফেরতদের জন্য ব্র্যাক নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিমানবন্দরের আর্মড পুলিশ গত শনিবার বিকেলে ওই বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রবাসীকল্যাণ ডেস্কে পৌঁছে দেয়।
ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, তিনি সম্ভবত গত শুক্রবার দিবাগত রাতে জেদ্দা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন। তাঁর কাছে কোনো পাসপোর্ট ছিল না। তিনি ট্রাভেল পাস নিয়ে এসেছেন।
শরিফুল হাসান জানান, শারীরিকভাবে সুস্থ মনে হলেও সম্ভবত তিনি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত। তিনি সঠিকভাবে তাঁর ঠিকানা বলতে পারছেন না। তিনি জানাচ্ছেন তাঁর নাম আবুল কাশেম। পিতার নাম ফজেল আহমেদ। মাতা শাবানা। স্ত্রীর নাম বলছেন আমেনা। নিজের ঠিকানা তিনি কখনো বলছেন চট্টগ্রামের নয়াবাজার। কখনো বলছেন টেকনাফ। আবার কখনো রাউজানের পাহাড়তলী ইউনিয়নের গরিশংকরহাটের কথাও বলছেন। আবার বলছেন, চট্টগ্রামের নতুন বাজার হালিশহরের কাছে, ঈদগাহের মাঠ বউ বাজার এলাকায় তাঁর ছেলের তরকারির দোকান আছে।
তাঁর বাড়ি কোথায় নিশ্চিত হতে না পারলেও ভাষা শুনে বোঝা গেছে তাঁর বাড়ি চট্টগ্রাম অঞ্চলে।
আবুল কাশেমের দাবি, তাঁর ছয় মেয়ে ও তিন ছেলে রয়েছে। তাঁর তিন ছেলের নাম মান্নান, নূর হাসান, এনামুল হাসান। এর মধ্যে নূর হাসানের তরকারির দোকান আছে। ছোট ছেলে এনামুল হাসান দুবাই থাকেন। মান্নান সৌদি আরবে থাকেন বলে দাবি তাঁর। ৮-১০ জন নাতি-নাতনিও আছে বলে জানান এই বৃদ্ধ।
তাঁর বক্তব্য অনুযায়ী উড়োজাহাজে ওঠার আগে পরিবারের সঙ্গে কথা বলেছেন। শরিফুল হাসান বলেন, পুলিশের বিশেষ শাখা ও চট্টগ্রামের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কেউ তাঁকে চিনতে পারলে বা কোনো তথ্য পেলে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল-আমিন নয়নের সঙ্গে এই নম্বরে (01712197854) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে