Ajker Patrika

গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বাড়ছে না গার্মেন্টস শ্রমিকদের বেতন, ফলে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এমনটা জানিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এনজিডব্লিউএফ আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।

আমিরুল হক আমিন বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস। এ শিল্পে ৫ হাজার কারখানায় কাজ করে প্রায় ৪২ লক্ষ শ্রমিক। দেশের রপ্তানির ৮৩ শতাংশ পূরণ করে এই শিল্প। কিন্তু দুর্ভাগ্য গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরি অত্যন্ত কম।’

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া বৃদ্ধি, যাতায়াত ভাড়া বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে গার্মেন্টস শ্রমিকেরা দিশেহারা উল্লেখ করে তিনি বলেন, ‘এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হলে তারা টিকে থাকার সুযোগ পাবে এবং গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে অবদান রাখবে।’

বাণিজ্যমন্ত্রীও গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবির পক্ষে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি করা হলে, উপস্থিত বাণিজ্যমন্ত্রী দাবির পক্ষে সমর্থন জানান। তিনি আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক জোটের সহসভাপতি আব্দুর রাজ্জাক, এনজিডব্লিউএফ’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি সাফিয়া পারভীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত