নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে জানিয়ে অফিশিয়াল কার্যদিবসের দিন কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সড়ক বন্ধ করে বৈধ কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে। সেখানে কর্মসূচি পালন করুন।’
আজ বুধবার সন্ধ্যায় ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এই আহ্বান জানান।
বিএনপির পদযাত্রার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বিএনপি পুরান ঢাকার ব্রাদার্স ইউনিয়ন মাঠ থেকে পদযাত্রা শুরু করে দলের প্রধান কার্যালয় পল্টন এলাকা হয়ে প্রেসক্লাবে যাবে। বৃহস্পতিবার মানুষের অফিস ছুটির পরে বাড়িতে ফিরতে চাইবে এই কর্মসূচির ফলে মানুষের যে দুর্ভোগ হবে এক কথায় তা অবর্ণনীয়। সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে ছুটির দিনে কর্মসূচি দিলে মানুষের দুর্ভোগ কম হবে।’
পদযাত্রা না করার অনুরোধ করলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপিকে অনুরোধ করলাম জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য। এটাকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের বড় বড় মাঠ আছে, বন্ধের দিনে এই সকল কর্মসূচি দেওয়া যেতে পারে। কিন্তু ব্যস্ত দিনগুলোতে ৩-৪ ঘণ্টা রাস্তা বন্ধ থাকলে মানুষ সমস্যায় পরবে। বাড়িতে ফিরতে গেলে মানুষ বাস, ট্রেন মিস করতে পারে। বিএনপিকে আমাদের বক্তব্য জানিয়েছি। তবে তাঁদের কর্মসূচি বন্ধ করে দেব বা করতে দেব না এমন কোনো বার্তা দেওয়া হয়নি। আমরা জনগণের প্রতি দায়িত্বের জায়গা থেকে তাঁদের প্রতি ছেড়ে দিয়েছি।’
ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপি কিছু জানিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা তাঁদের জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত তাঁরা কোনো বক্তব্য জানায়নি। তবে আমরা আশা করছি তাঁরা সহনশীল আচরণ করবে।’
বিএনপি অনুমতি পেয়েছে কিনা এ বিষয় তিনি বলেন, ‘আমরা বাধা দেব না। তবে তাঁরা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে ভাঙচুর করে অথবা আগুন সন্ত্রাস করে তাহলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির পক্ষ থেকে বিষয়টি জানিয়ে গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী দলগুলো ওয়ার্কিং ডেতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যৌক্তিক কর্মসূচির প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে ২ কোটি নগরবাসীর এই শহরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রাজনৈতিক দল ও সংগঠনগুলো অফিশিয়াল দিনে এমন সব কর্মসূচি দেয় ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পরতে হয়। আমরা অনুরোধ করব নগরবাসীকে এই সকল দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য সকল বিবেকবান ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এমন কোনো কর্মসূচি দেবেন না যাতে সাধারণ মানুষের দুর্ভোগ হয়।’
বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে জানিয়ে অফিশিয়াল কার্যদিবসের দিন কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সড়ক বন্ধ করে বৈধ কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে। সেখানে কর্মসূচি পালন করুন।’
আজ বুধবার সন্ধ্যায় ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এই আহ্বান জানান।
বিএনপির পদযাত্রার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বিএনপি পুরান ঢাকার ব্রাদার্স ইউনিয়ন মাঠ থেকে পদযাত্রা শুরু করে দলের প্রধান কার্যালয় পল্টন এলাকা হয়ে প্রেসক্লাবে যাবে। বৃহস্পতিবার মানুষের অফিস ছুটির পরে বাড়িতে ফিরতে চাইবে এই কর্মসূচির ফলে মানুষের যে দুর্ভোগ হবে এক কথায় তা অবর্ণনীয়। সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে ছুটির দিনে কর্মসূচি দিলে মানুষের দুর্ভোগ কম হবে।’
পদযাত্রা না করার অনুরোধ করলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপিকে অনুরোধ করলাম জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য। এটাকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের বড় বড় মাঠ আছে, বন্ধের দিনে এই সকল কর্মসূচি দেওয়া যেতে পারে। কিন্তু ব্যস্ত দিনগুলোতে ৩-৪ ঘণ্টা রাস্তা বন্ধ থাকলে মানুষ সমস্যায় পরবে। বাড়িতে ফিরতে গেলে মানুষ বাস, ট্রেন মিস করতে পারে। বিএনপিকে আমাদের বক্তব্য জানিয়েছি। তবে তাঁদের কর্মসূচি বন্ধ করে দেব বা করতে দেব না এমন কোনো বার্তা দেওয়া হয়নি। আমরা জনগণের প্রতি দায়িত্বের জায়গা থেকে তাঁদের প্রতি ছেড়ে দিয়েছি।’
ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপি কিছু জানিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা তাঁদের জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত তাঁরা কোনো বক্তব্য জানায়নি। তবে আমরা আশা করছি তাঁরা সহনশীল আচরণ করবে।’
বিএনপি অনুমতি পেয়েছে কিনা এ বিষয় তিনি বলেন, ‘আমরা বাধা দেব না। তবে তাঁরা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে ভাঙচুর করে অথবা আগুন সন্ত্রাস করে তাহলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির পক্ষ থেকে বিষয়টি জানিয়ে গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী দলগুলো ওয়ার্কিং ডেতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যৌক্তিক কর্মসূচির প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে ২ কোটি নগরবাসীর এই শহরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রাজনৈতিক দল ও সংগঠনগুলো অফিশিয়াল দিনে এমন সব কর্মসূচি দেয় ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পরতে হয়। আমরা অনুরোধ করব নগরবাসীকে এই সকল দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য সকল বিবেকবান ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এমন কোনো কর্মসূচি দেবেন না যাতে সাধারণ মানুষের দুর্ভোগ হয়।’
মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ, ব্যক্তি আক্রোশ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধে খুলনা নগরীতে বাড়ছে বিভিন্ন অপরাধ। গত ১১ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানায় ৩০টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
৭ ঘণ্টা আগে‘বান হইলে যে ক্ষতি হয়, না হইলে আমগো এর চেয়ে বেশি ক্ষতি হয়। চরের জমিতে ধান, কলাই আর আগাম বাদাম ফলানো যায় না। এবার সময়মতো বান না হওয়ায় চরে এগুলা আবাদ করা যায় নাই। ধান না হইলে মাইনষের খাওনের কষ্ট হইব।’ বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বৃষ্টি আর বন্যার দেখা না মেলায় কৃষির ক্ষতি নিয়ে কথাগুলো...
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমিতে স্থাপিত এই কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।
৭ ঘণ্টা আগেএত দিন কুড়িগ্রাম থেকে গাইবান্ধার পলাশবাড়ী পয়েন্ট দিয়ে ঢাকায় যাতায়াত করতে হতো। রংপুর হয়ে পলাশবাড়ী যেতে অতিক্রম করতে হতো প্রায় ১৩০ কিলোমিটার পথ। এখনো একই পথে যাতায়াত করতে হবে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রাম-পলাশবাড়ীর...
৭ ঘণ্টা আগে