Ajker Patrika

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

রাজধানীর সায়েন্স ল্যাবে শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জহুর আলী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, তাঁর শরীরে ৪৪ শতাংশ দগ্ধ ছিল। সঙ্গে শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছিল। সন্ধ্যায় আইসিইউতে মারা যান তিনি।

ছেলে জাকির হোসেন জানান, শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সে অফিস সহকারী হিসেবে কাজ করতেন তিনি। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন।

জাকির হোসেন আরো জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চড়নারান্দিয়া গ্রামে। বর্তমানে মিরপুর কল্যানপুর পাইকপাড়া এলাকায় থাকতো।

এর আগে গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরনের দিনই তিনজন মারা যান। আর গত মঙ্গলবার চিকিৎসাধীন মারা যান আয়শা আক্তার আশা (২৬) নামে আরও একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত