রাজবাড়ী প্রতিনিধি
বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’
বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে