নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কেরানীগঞ্জ প্রতিনিধি
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন।
তাঁদের মধ্যে একজনের নাম আলিফ (১৪)। ২৫ ও ৫০ বছর বয়সী বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) উদ্ধার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে ১৭ জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।’
কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘যে তিনজন মারা গেছেন, একজন ছাড়া বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ৩৮ বছর, একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অন্যজনের বয়স আনুমানিক ১৪ বছর। তার নাম আলিফ। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। তখনই অনেকেই বাল্কহেডের নিচে চলে পড়েন। অনেকে সাঁতার কেটে তীরে ওঠেন। অনেককে উদ্ধার করেছেন বিভিন্ন নৌকার মাঝি।
ওয়াটার বাসটির যাত্রী আব্দুল কাদের বলেন, তিনি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে ওঠেন। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলেন। তাঁর জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাশে নিখোঁজ বেশ কয়েকজনের স্বজন অপেক্ষা করছেন। কেউ কেউ হাসপাতালে গিয়ে খুঁজছেন।
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন।
তাঁদের মধ্যে একজনের নাম আলিফ (১৪)। ২৫ ও ৫০ বছর বয়সী বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) উদ্ধার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে ১৭ জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।’
কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘যে তিনজন মারা গেছেন, একজন ছাড়া বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ৩৮ বছর, একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অন্যজনের বয়স আনুমানিক ১৪ বছর। তার নাম আলিফ। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। তখনই অনেকেই বাল্কহেডের নিচে চলে পড়েন। অনেকে সাঁতার কেটে তীরে ওঠেন। অনেককে উদ্ধার করেছেন বিভিন্ন নৌকার মাঝি।
ওয়াটার বাসটির যাত্রী আব্দুল কাদের বলেন, তিনি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে ওঠেন। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলেন। তাঁর জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাশে নিখোঁজ বেশ কয়েকজনের স্বজন অপেক্ষা করছেন। কেউ কেউ হাসপাতালে গিয়ে খুঁজছেন।
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।
৩ মিনিট আগেকুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে বসতবাড়ির পাশের একটি কৃষি জমি থেকে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম জান্নাতি (১৫)। সে কাগজিপাড়া গ্রামের কৃষক জাহিদুল হকের মেয়ে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টারবাড়ি এলাকায় কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটে যাত্রী...
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের উলিপুরে গ্রাম্য সালিসে এক নারীর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৬ মে উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয় একাধিক নিরপেক্ষ সূত্র সালিস বৈঠক ও তাতে নারীর চুল কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওই নারীর অভিযোগ, তাকে...
২ ঘণ্টা আগে