Ajker Patrika

ফাইল্যার মেলা বন্ধে ইউএনওর নির্দেশ

সখীপুর প্রতিনিধি
ফাইল্যার মেলা বন্ধে ইউএনওর নির্দেশ

সখীপুরে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাঁচ দিন ধরে চলা ফাইল্যা পাগলার মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও মেলাস্থলে উপস্থিত হয়ে মাইকে আধা ঘণ্টার মধ্যে মেলা বন্ধ করার নির্দেশ দেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তবে বড় দোকানগুলো আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় নিয়েছে। এ সময় পাঁচ দোকানিকে জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন দূর-দূরান্তর হাজারো লোকজন মানত করা মোরগ, খাসি, গরু ও মোমবাতিসহ নানা রকম পণ্যসামগ্রী নিয়ে মেলায় আসেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলা স্থগিতের নির্দেশ দিয়েছিল প্রশাসন। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করেই পাঁচ দিন ধরে চলছিল এ মেলা। পরে গতকাল মঙ্গলবার মেলা বন্ধ করতে অভিযানে আসেন ইউএনও চিত্রা শিকারী।

এ সময় ইউএনও উপস্থিত দর্শনার্থী ও দোকানদারদের উদ্দেশ্য করে বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় এক সপ্তাহ ধরে মেলাটি চলছে। কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে এখন আর মেলাটি চলতে দেওয়া যাচ্ছে না। আধা ঘণ্টার মধ্যে আপনারা মেলা ত্যাগ করেন। দোকানদাররাও মালামাল গুছিয়ে চলে যান। অন্যথায় আইন-শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে আপনাদের তাড়িয়ে দিতে ব্যবস্থা নেবে।’

পরে ৫ দোকানিকে জরিমানা করেছেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট চলে গেছে। বড় দোকানগুলো বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। মেলায় দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত