Ajker Patrika

সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন । এতে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

প্রত্যয় সরকার সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

গত শনিবার সকাল ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রত্যয় সরকার মারা যান।

প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার বেলা ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে গত রোববার সিআরপি শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ৩০টি বাস আটক করে। বাসগুলো শিক্ষার্থীদের হেফাজতে রয়েছে বলে তারা জানান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনকে ৬ দফার দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে, দুর্ঘটনার জন্য দায়ী ঠিকানা পরিবহনের বাসের চালক ও হেলপারকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, সাভারের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, নিহত প্রত্যয়ের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং প্রত্যয়ের স্মৃতি সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে, বেপরোয়া গতিতে বাস চালানো ও ওভারটেকিং বন্ধ করতে হবে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিভিন্ন অংশে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে এবং সাভারের সকল দুর্ঘটনা প্রবণ জায়গায় স্পিডব্রেকার দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সিআরপি নার্সিং কলেজের বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা রানী পাল বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। এ কাজটি করতে হবে প্রশাসন এবং পুলিশকে। কিন্তু দায়িত্ব পালনে তাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। এ কারণেই মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই, ডাকাতি এবং দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে।

সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে । আলোচনার মাধ্যমে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত