গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কম্পিউটার প্রিন্টের ব্যবসার আড়ালে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরির অভিযোগে মো. সজিবুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সজিবুল আলমের বাড়ি ঝিনাইদহ জেলায়। বাসন থানার গাজীপুর চৌরাস্তা এলাকায় ‘সাউদা অনলাইন জোন’ নামে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
পারভেজ রানা জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় নাসির সুপার মার্কেটে সাউদা অনলাইন জোনে কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি ব্যবসা করেন। এর আড়ালে সজিবুল অনেক দিন ধরে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাল জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করে আসছিলেন।
জাল সনদ তৈরির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে র্যাব-১ এর একটি দল সেখানে সজিবুলের দোকানে অভিযান চালায়। এ সময় জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র তৈরির অপরাধে সজিবুলকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি জাল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, একটি জাল এসএসসি পাশের সনদপত্র, একটি সিপিইউ, একটি হার্ড ডিস্ক, একটি মনিটর, একটি স্ক্যানার, একটি ইউপিএস, একটি মাউস, একটি কিবোর্ড উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ‘সজিবুলকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তবে পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে থানা থেকে জানা গেছে।
গাজীপুরে কম্পিউটার প্রিন্টের ব্যবসার আড়ালে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরির অভিযোগে মো. সজিবুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সজিবুল আলমের বাড়ি ঝিনাইদহ জেলায়। বাসন থানার গাজীপুর চৌরাস্তা এলাকায় ‘সাউদা অনলাইন জোন’ নামে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
পারভেজ রানা জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় নাসির সুপার মার্কেটে সাউদা অনলাইন জোনে কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি ব্যবসা করেন। এর আড়ালে সজিবুল অনেক দিন ধরে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাল জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করে আসছিলেন।
জাল সনদ তৈরির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে র্যাব-১ এর একটি দল সেখানে সজিবুলের দোকানে অভিযান চালায়। এ সময় জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র তৈরির অপরাধে সজিবুলকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি জাল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, একটি জাল এসএসসি পাশের সনদপত্র, একটি সিপিইউ, একটি হার্ড ডিস্ক, একটি মনিটর, একটি স্ক্যানার, একটি ইউপিএস, একটি মাউস, একটি কিবোর্ড উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ‘সজিবুলকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তবে পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে থানা থেকে জানা গেছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২২ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে