Ajker Patrika

দুদকের সাত উপপরিচালকের পদোন্নতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুদকের সাত উপপরিচালকের পদোন্নতি 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিমসহ সাত উপপরিচালক। আজ বুধবার ৭ কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে দুদক সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. অকাতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদ ইব্রাহিম, মো তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এসএমএম আখতার হামিদ ভুঞা, মোজাহার আলী সরদার এবং জালাল উদ্দিন আহমেদ। 

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পানি ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনিসহ পদোন্নপতি পাওয়া সাত উপপরিচালক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দুদকে নিয়োগ পান। মোহাম্মদ ইব্রাহিম দুদকের সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ দীর্ঘদিন সুনামের সঙ্গে উপপরিচালকের  দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছে। মোহাম্মদ ইব্রাহিম আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে মানি লন্ডারিং প্রতিরোধসহ ‍দুর্নীতি দমন বিষয়ে উচ্চতরও প্রশিক্ষণ নিয়েছেন। 

দুদক সূত্রে জানা গেছে, পদোন্নতির তালিকায় প্রথমে থাকা মোহাম্মদ ইব্রাহিম প্রধান কার্যালয়ে কর্মরত। এ ছাড়া তালেবুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, মো. জাহাঙ্গীর হোসেন দুদকের প্রধান কার্যালয়ে, মোহাম্মদ আবুল হোসেন ময়মনসিংহ জেলা কার্যালয়ে, এস এম আখতার হামিদ ভুঞা সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ, মোজাহার আলী সরদার গাজীপুর জেলা কার্যালয়ে ও জালাল উদ্দিন আহমদ চাঁদপুর জেলা কার্যালয়ে কর্মরত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত