টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবুল হোসেন নামে গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১১ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হলেও বিষয়টি এত দিন প্রকাশ পায়নি। আজ সোমবার এটি জানাজানি হয়।
অভিযুক্ত আবুল হোসেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টঙ্গী থানা আওয়ামী লীগের নেতা।
বিষয়টি স্বীকার করে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজম আজকের পত্রিকাকে বলেন, ‘গত মাসেই দুদকের চিঠি পেয়েছি। টঙ্গী গাজীপুর সিটি করপোরেশন এলাকার ১ নম্বর অঞ্চল। তাই ওই অঞ্চলের প্রধান নির্বাহীকে দিয়ে তদন্তের কাজ চলছে। এ নিয়ে এখনই আমরা কিছু বলতে পারছি না। তদন্ত শেষে দুদকে তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দেব।’
চিঠিতে বলা হয়েছে, টঙ্গীর মধুমিতা এলাকায় মেগা সিটি, অগ্রণী টাওয়ার, মিতালি হাউজিং, বিসমিল্লাহ টাওয়ার এক ও দুই, স্বাপ্লীল হাউজিং, সততা টাওয়ার, সাদেক ও বাসেদ টাওয়ার, মজিদ টাওয়ার ও টঙ্গীর তিতাস টাওয়ারসহ বিভিন্ন বহুতল ভবনে অভিযুক্ত কাউন্সিলরের নামে সম্পদ ও ফ্ল্যাট রয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় আর কোনো প্লট–ফ্ল্যাট ও দোকান বরাদ্দ আছে কি না, তা জানতে চাওয়া হয়। এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ওয়ার্ড কাউন্সিল আবুল হোসেনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে যাবতীয় তথ্য প্রেরণের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চারবারের ওয়ার্ড কাউন্সিল। আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমার সম্পদের আয়কর আমি নিয়মিত পরিশোধ করি। দুদক ডেকেছে, আমি গিয়েছিলাম। দুদক কর্মকর্তাদের সঠিক তদন্তের দাবি জানিয়েছি। আমি টঙ্গী থানা যুবলীগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমানে আওয়ামী লীগের সদস্য হিসেবে কাজ করছি। আমার কোন অবৈধ সম্পত্তি নেই।’
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবুল হোসেন নামে গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১১ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হলেও বিষয়টি এত দিন প্রকাশ পায়নি। আজ সোমবার এটি জানাজানি হয়।
অভিযুক্ত আবুল হোসেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টঙ্গী থানা আওয়ামী লীগের নেতা।
বিষয়টি স্বীকার করে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজম আজকের পত্রিকাকে বলেন, ‘গত মাসেই দুদকের চিঠি পেয়েছি। টঙ্গী গাজীপুর সিটি করপোরেশন এলাকার ১ নম্বর অঞ্চল। তাই ওই অঞ্চলের প্রধান নির্বাহীকে দিয়ে তদন্তের কাজ চলছে। এ নিয়ে এখনই আমরা কিছু বলতে পারছি না। তদন্ত শেষে দুদকে তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দেব।’
চিঠিতে বলা হয়েছে, টঙ্গীর মধুমিতা এলাকায় মেগা সিটি, অগ্রণী টাওয়ার, মিতালি হাউজিং, বিসমিল্লাহ টাওয়ার এক ও দুই, স্বাপ্লীল হাউজিং, সততা টাওয়ার, সাদেক ও বাসেদ টাওয়ার, মজিদ টাওয়ার ও টঙ্গীর তিতাস টাওয়ারসহ বিভিন্ন বহুতল ভবনে অভিযুক্ত কাউন্সিলরের নামে সম্পদ ও ফ্ল্যাট রয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় আর কোনো প্লট–ফ্ল্যাট ও দোকান বরাদ্দ আছে কি না, তা জানতে চাওয়া হয়। এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ওয়ার্ড কাউন্সিল আবুল হোসেনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে যাবতীয় তথ্য প্রেরণের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চারবারের ওয়ার্ড কাউন্সিল। আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমার সম্পদের আয়কর আমি নিয়মিত পরিশোধ করি। দুদক ডেকেছে, আমি গিয়েছিলাম। দুদক কর্মকর্তাদের সঠিক তদন্তের দাবি জানিয়েছি। আমি টঙ্গী থানা যুবলীগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমানে আওয়ামী লীগের সদস্য হিসেবে কাজ করছি। আমার কোন অবৈধ সম্পত্তি নেই।’
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
১৯ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
৩০ মিনিট আগে