Ajker Patrika

প্রতিবেশী শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চিনে ফেলায় হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৫৯
প্রতিবেশী শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চিনে ফেলায় হত্যা

মুক্তিপণের টাকার জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদ্রাসাছাত্র মো. তাওহীদ ইসলামকে (১০) অপহরণ করেন প্রতিবেশী মকবুল হোসেন মুকুল। একপর্যায়ে মুকুলকে চিনে ফেলে তাওহীদ। এরপর মুক্তিপণের টাকা আদায়ের করে তাকে শ্বাসরোধে হত্যা করেন মকবুল।

ঘটনার এক দিন পর গতকাল রোববার রাতে মুক্তিপণের টাকাসহ মুকুলকে রাজধানীর শ্যামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘মকবুল পেশায় একজন রাজমিস্ত্রি। ভুক্তভোগীর পরিবার ও মকবুল একই এলাকায় বসবাস করত। কিছুদিন আগে ভুক্তভোগীর বাসায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে পারিবারিকভাবে সুসম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী তাওহীদের বাবা একজন সৌদিপ্রবাসী। বাবা প্রবাসী হওয়ায় শুধু মুক্তিপণের আশায় ছয় মাসের চেষ্টায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তাওহীদকে অপহরণ ও হত্যা করেন মুকুল।’

র‍্যাবের মুখপাত্র বলেন, ‘গত শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার রসুলপুর জামি’আ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে ছাত্র তাওহীদ নিখোঁজ হয়। এরপর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন রাতে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে জানান যে, তিনি তাওহীদকে অপহরণ করেছেন এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। তাওহীদের পরিবারের কাছে থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এদিকে আগেই শিশু তাওহীদ মুকুলকে চিনে ফেলায় তিনি নিজের নিরাপত্তা জন্য তাওহীদকে শ্বাসরোধে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলে রাখেন।’

এক প্রশ্নের জবাবে মঈন বলেন, ‘প্রাথমিকভাবে মুকুলের আগের কোনো অপরাধের তথ্য পায়নি র‍্যাব। তবে এই ধরনের ইউনিক অপরাধের ধরন দেখে আমরা ধারণা করছি, তার আগের অপরাধের ইতিহাস থাকতে পারে। এটা মামলার বিস্তারিত তদন্তে উঠে আসবে বলে আশা করি।’

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত