নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিপণের টাকার জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদ্রাসাছাত্র মো. তাওহীদ ইসলামকে (১০) অপহরণ করেন প্রতিবেশী মকবুল হোসেন মুকুল। একপর্যায়ে মুকুলকে চিনে ফেলে তাওহীদ। এরপর মুক্তিপণের টাকা আদায়ের করে তাকে শ্বাসরোধে হত্যা করেন মকবুল।
ঘটনার এক দিন পর গতকাল রোববার রাতে মুক্তিপণের টাকাসহ মুকুলকে রাজধানীর শ্যামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘মকবুল পেশায় একজন রাজমিস্ত্রি। ভুক্তভোগীর পরিবার ও মকবুল একই এলাকায় বসবাস করত। কিছুদিন আগে ভুক্তভোগীর বাসায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে পারিবারিকভাবে সুসম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী তাওহীদের বাবা একজন সৌদিপ্রবাসী। বাবা প্রবাসী হওয়ায় শুধু মুক্তিপণের আশায় ছয় মাসের চেষ্টায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তাওহীদকে অপহরণ ও হত্যা করেন মুকুল।’
র্যাবের মুখপাত্র বলেন, ‘গত শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার রসুলপুর জামি’আ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে ছাত্র তাওহীদ নিখোঁজ হয়। এরপর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন রাতে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে জানান যে, তিনি তাওহীদকে অপহরণ করেছেন এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। তাওহীদের পরিবারের কাছে থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এদিকে আগেই শিশু তাওহীদ মুকুলকে চিনে ফেলায় তিনি নিজের নিরাপত্তা জন্য তাওহীদকে শ্বাসরোধে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলে রাখেন।’
এক প্রশ্নের জবাবে মঈন বলেন, ‘প্রাথমিকভাবে মুকুলের আগের কোনো অপরাধের তথ্য পায়নি র্যাব। তবে এই ধরনের ইউনিক অপরাধের ধরন দেখে আমরা ধারণা করছি, তার আগের অপরাধের ইতিহাস থাকতে পারে। এটা মামলার বিস্তারিত তদন্তে উঠে আসবে বলে আশা করি।’
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
মুক্তিপণের টাকার জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদ্রাসাছাত্র মো. তাওহীদ ইসলামকে (১০) অপহরণ করেন প্রতিবেশী মকবুল হোসেন মুকুল। একপর্যায়ে মুকুলকে চিনে ফেলে তাওহীদ। এরপর মুক্তিপণের টাকা আদায়ের করে তাকে শ্বাসরোধে হত্যা করেন মকবুল।
ঘটনার এক দিন পর গতকাল রোববার রাতে মুক্তিপণের টাকাসহ মুকুলকে রাজধানীর শ্যামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘মকবুল পেশায় একজন রাজমিস্ত্রি। ভুক্তভোগীর পরিবার ও মকবুল একই এলাকায় বসবাস করত। কিছুদিন আগে ভুক্তভোগীর বাসায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে পারিবারিকভাবে সুসম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী তাওহীদের বাবা একজন সৌদিপ্রবাসী। বাবা প্রবাসী হওয়ায় শুধু মুক্তিপণের আশায় ছয় মাসের চেষ্টায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তাওহীদকে অপহরণ ও হত্যা করেন মুকুল।’
র্যাবের মুখপাত্র বলেন, ‘গত শনিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকার রসুলপুর জামি’আ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় নাজেরা বিভাগে ছাত্র তাওহীদ নিখোঁজ হয়। এরপর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দিন রাতে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে জানান যে, তিনি তাওহীদকে অপহরণ করেছেন এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। তাওহীদের পরিবারের কাছে থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এদিকে আগেই শিশু তাওহীদ মুকুলকে চিনে ফেলায় তিনি নিজের নিরাপত্তা জন্য তাওহীদকে শ্বাসরোধে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলে রাখেন।’
এক প্রশ্নের জবাবে মঈন বলেন, ‘প্রাথমিকভাবে মুকুলের আগের কোনো অপরাধের তথ্য পায়নি র্যাব। তবে এই ধরনের ইউনিক অপরাধের ধরন দেখে আমরা ধারণা করছি, তার আগের অপরাধের ইতিহাস থাকতে পারে। এটা মামলার বিস্তারিত তদন্তে উঠে আসবে বলে আশা করি।’
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্র বিবেচনায় নিলে দেশে পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। কিন্তু দেশে শুধু দেড় লাখ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। আবার বিদ্যমান নেটওয়ার্কের ৭৫ শতাংশই ওভারহেড নেটওয়ার্ক, যা বিভিন্ন দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।
২ মিনিট আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ তারিখ ধার্য করেন।
১১ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন। তিন দফা এই দাবি আদা না হলে তাঁরা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। আজ বৃহস্পতিবার দুপুরে ববির মূল ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
১৬ মিনিট আগেটেকনাফে ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। গত সোমবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে