মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
স্বজনদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চারটি ঘাট এবং আরিচা-কাজীরহাট নৌপথে দুটি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া যাত্রীবাহী যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৫টি ফেরি এবং আরিচা-কাজীরহাট নৌপথে পাঁচটি ফেরি চলাচল করবে।
জানা গেছে, যাত্রী পরিবহনের জন্য পাটুরিয়া থেকে দৌলতদিয়া ৩০টি লঞ্চ, আরিচা থেকে কাজীরহাট নৌপথে ১৩টি লঞ্চ এবং আরিচা থেকে কাজীরহাট নৌপথে ৪১টি স্পিডবোট চলাচল করবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং সড়ক ও জনপথ বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বারবারিয়া ও ধল্লা সেতু হয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট পর্যন্ত যানবাহন চলাচলে বড় ধরনের কোনো সমস্যা নেই। দুই সপ্তাহ আগে সড়ক ও জনপথ বিভাগ ছোটখাটো খানাখন্দের সংস্কার শেষ করেছে। তবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে চার লেনের উন্নীতকরণ ও সংস্কারকাজ চালু হওয়ায় দুই লেন দিয়ে যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এখানকার সংস্কারকাজ দ্রুত শেষ না হলে যানজটে পড়ে ঈদযাত্রার মানুষকে কিছুটা ভোগান্তির শিকার হতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।
পদ্মা সেতু উদ্বোধনের আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই পথে ভোগান্তির শেষ ছিল না। তবে পদ্মা সেতুর ফলে মাওয়া-জাজিরার পাশাপাশি ভোগান্তি ছিল ঢাকা-আরিচা পথে।
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের জিলানী বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সংস্কারকাজ প্রায় শেষ হয়েছে। আগামী এক বা দুই দিনের মধ্যে চার লেনে উন্নীতকরণ এবং সংস্কারকাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আশা করছি, ঈদের আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ভোগান্তি ছাড়াই ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে বাড়ি ফিরতে পারবে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদে মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা নৌপথ দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় প্রায় ১০ লাখ মানুষ নদী পার হয়ে বাড়ি ফেরে। আগে এই সংখ্যা ১৫ লাখ থাকলেও পদ্মা সেতু চালু হওয়ার পর অনেকটা কমে গেছে। এর পরও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চারটি ঘাট এবং আরিচা কাজীরহাট নৌপথে দুটি ঘাট প্রস্তুত রাখা হয়েছে।’
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপার নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার বিষয়টি সামনে রেখে এগোচ্ছে জেলা পুলিশ প্রশাসন। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় এক হাজার সদস্য পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবেন।’
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ‘মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ঘাটের কার্যক্রম পর্যবেক্ষণে দুটি নিয়ন্ত্রণকক্ষ সার্বক্ষণিক খোলা থাকবে। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী ওঠানামা বন্ধে পাটুরিয়া নৌ-পুলিশ নদীতে টহলে থাকবে। এ ছাড়া মহাসড়কে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে সাতজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারক করবেন।’
স্বজনদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চারটি ঘাট এবং আরিচা-কাজীরহাট নৌপথে দুটি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া যাত্রীবাহী যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৫টি ফেরি এবং আরিচা-কাজীরহাট নৌপথে পাঁচটি ফেরি চলাচল করবে।
জানা গেছে, যাত্রী পরিবহনের জন্য পাটুরিয়া থেকে দৌলতদিয়া ৩০টি লঞ্চ, আরিচা থেকে কাজীরহাট নৌপথে ১৩টি লঞ্চ এবং আরিচা থেকে কাজীরহাট নৌপথে ৪১টি স্পিডবোট চলাচল করবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং সড়ক ও জনপথ বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বারবারিয়া ও ধল্লা সেতু হয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট পর্যন্ত যানবাহন চলাচলে বড় ধরনের কোনো সমস্যা নেই। দুই সপ্তাহ আগে সড়ক ও জনপথ বিভাগ ছোটখাটো খানাখন্দের সংস্কার শেষ করেছে। তবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে চার লেনের উন্নীতকরণ ও সংস্কারকাজ চালু হওয়ায় দুই লেন দিয়ে যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এখানকার সংস্কারকাজ দ্রুত শেষ না হলে যানজটে পড়ে ঈদযাত্রার মানুষকে কিছুটা ভোগান্তির শিকার হতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।
পদ্মা সেতু উদ্বোধনের আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই পথে ভোগান্তির শেষ ছিল না। তবে পদ্মা সেতুর ফলে মাওয়া-জাজিরার পাশাপাশি ভোগান্তি ছিল ঢাকা-আরিচা পথে।
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের জিলানী বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সংস্কারকাজ প্রায় শেষ হয়েছে। আগামী এক বা দুই দিনের মধ্যে চার লেনে উন্নীতকরণ এবং সংস্কারকাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। আশা করছি, ঈদের আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ভোগান্তি ছাড়াই ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে বাড়ি ফিরতে পারবে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদে মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা নৌপথ দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় প্রায় ১০ লাখ মানুষ নদী পার হয়ে বাড়ি ফেরে। আগে এই সংখ্যা ১৫ লাখ থাকলেও পদ্মা সেতু চালু হওয়ার পর অনেকটা কমে গেছে। এর পরও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চারটি ঘাট এবং আরিচা কাজীরহাট নৌপথে দুটি ঘাট প্রস্তুত রাখা হয়েছে।’
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপার নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার বিষয়টি সামনে রেখে এগোচ্ছে জেলা পুলিশ প্রশাসন। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় এক হাজার সদস্য পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবেন।’
মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ‘মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ঘাটের কার্যক্রম পর্যবেক্ষণে দুটি নিয়ন্ত্রণকক্ষ সার্বক্ষণিক খোলা থাকবে। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী ওঠানামা বন্ধে পাটুরিয়া নৌ-পুলিশ নদীতে টহলে থাকবে। এ ছাড়া মহাসড়কে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া ঠেকাতে সাতজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারক করবেন।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে