নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বইমেলায় শুক্রবারের সকালটা শুধুই শিশুদের জন্য। এদিন সিসিমপুরর ইকরি, হালুম, শিকু আর টুকটুকিকে কাছ থেকে দেখতে বাবা-মায়ের হাত ধরে মেলায় আসে কচিকাঁচারা।
টুকটুকি যেহেতু সব সময় বই পড়তে বলে, ভালো বই পড়ার উপদেশ দেয়, তাই টুকটুকিকে সব থেকে বেশি ভালো লাগে তানহার।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী বলে, মেলা শুরু হতেই একবার এসেছিল। এরপর ২০ দিন পড়ে শেষ করেছে চারটি গল্পের বই। এর মধ্যে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় চৌধুরীসহ ভূত আর রূপকথার গল্পের বইও আছে। আজ আবার নতুন বই কেনা হবে। ক্লাসের পড়ার চাপ থাকলেও গল্পের বই তাকে টানে বেশি।
আজ সকালে বইমেলা ঘুরে দেখা যায়, আজ শিশুপ্রহরে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকেরাও এদিন নিজের শিশুটির জন্য কিনেছেন বিভিন্ন ধরনের বই।
শাহীন আলম নামে এক অভিভাবক বলেন, ‘ভিত্তিটা তো ছোটবেলা থেকেই গড়তে হয়। তাই বাচ্চাদের সঙ্গে করে বইমেলায় নিয়ে আসা। এতে করে ওরা বইয়ের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।’
শাহীন আলমের অভিযোগ, শিশুদের জন্য বয়সভিত্তিক বই নির্বাচনে খুব দ্বিধায় পড়তে হচ্ছে। স্টলগুলোতেও নান্দনিকতা খুব একটা চোখে পড়েনি। অথচ আগে শিশুদের স্টলগুলো হতো দৃষ্টিনন্দন ও কারুকার্যময়।
শিশুপ্রহরে দেখা যায় জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র টুকটুকি, ইকরি, হালুম, ও শিকুদের উপস্থিতি। পর্দায় দেখা এসব চরিত্র চোখের সামনে দেখে শিশু-কিশোরসহ অনেক অভিভাবকও তাদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। গানের তালে তালে জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে মজা করে শিশু-কিশোরেরা। আর এ ধরনের আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন অভিভাবকেরা।
এদিকে বিভিন্ন শিশুতোষ স্টল ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই রয়েছে শিশুদের পছন্দের তালিকায়।
ঝিলমিল প্রকাশনীর প্রকাশক কাজী জাহেব বলেন, ‘শিশুপ্রহরে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শিশুদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে বইমেলা। এ ছাড়া শিশুদের বইও বিক্রি হচ্ছে বেশ ভালো। শিশুরা ভূতের গল্প, কমিক বুক, ছড়া ও শিশুদের ছোটগল্পের বই বেশি কিনছে। তারা নিজেদের পছন্দমতো বই কিনছে আর আমরাসহ অভিভাবকেরাও সাহায্য করছি।’
একুশে বইমেলায় শিশুদের মূল আকর্ষণ এই শিশুপ্রহর। মূলত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতেই মেলার একটি অংশকে ঘোষণা করা হয় শিশুপ্রহর। কড়া রোদে পুরো বইমেলা টইটই করে ঘুরে বেড়াচ্ছে শিশুরা। ভালোবেসে মেখে নিচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ।
বইমেলায় শুক্রবারের সকালটা শুধুই শিশুদের জন্য। এদিন সিসিমপুরর ইকরি, হালুম, শিকু আর টুকটুকিকে কাছ থেকে দেখতে বাবা-মায়ের হাত ধরে মেলায় আসে কচিকাঁচারা।
টুকটুকি যেহেতু সব সময় বই পড়তে বলে, ভালো বই পড়ার উপদেশ দেয়, তাই টুকটুকিকে সব থেকে বেশি ভালো লাগে তানহার।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী বলে, মেলা শুরু হতেই একবার এসেছিল। এরপর ২০ দিন পড়ে শেষ করেছে চারটি গল্পের বই। এর মধ্যে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় চৌধুরীসহ ভূত আর রূপকথার গল্পের বইও আছে। আজ আবার নতুন বই কেনা হবে। ক্লাসের পড়ার চাপ থাকলেও গল্পের বই তাকে টানে বেশি।
আজ সকালে বইমেলা ঘুরে দেখা যায়, আজ শিশুপ্রহরে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকেরাও এদিন নিজের শিশুটির জন্য কিনেছেন বিভিন্ন ধরনের বই।
শাহীন আলম নামে এক অভিভাবক বলেন, ‘ভিত্তিটা তো ছোটবেলা থেকেই গড়তে হয়। তাই বাচ্চাদের সঙ্গে করে বইমেলায় নিয়ে আসা। এতে করে ওরা বইয়ের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।’
শাহীন আলমের অভিযোগ, শিশুদের জন্য বয়সভিত্তিক বই নির্বাচনে খুব দ্বিধায় পড়তে হচ্ছে। স্টলগুলোতেও নান্দনিকতা খুব একটা চোখে পড়েনি। অথচ আগে শিশুদের স্টলগুলো হতো দৃষ্টিনন্দন ও কারুকার্যময়।
শিশুপ্রহরে দেখা যায় জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র টুকটুকি, ইকরি, হালুম, ও শিকুদের উপস্থিতি। পর্দায় দেখা এসব চরিত্র চোখের সামনে দেখে শিশু-কিশোরসহ অনেক অভিভাবকও তাদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। গানের তালে তালে জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে মজা করে শিশু-কিশোরেরা। আর এ ধরনের আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন অভিভাবকেরা।
এদিকে বিভিন্ন শিশুতোষ স্টল ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই রয়েছে শিশুদের পছন্দের তালিকায়।
ঝিলমিল প্রকাশনীর প্রকাশক কাজী জাহেব বলেন, ‘শিশুপ্রহরে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শিশুদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে বইমেলা। এ ছাড়া শিশুদের বইও বিক্রি হচ্ছে বেশ ভালো। শিশুরা ভূতের গল্প, কমিক বুক, ছড়া ও শিশুদের ছোটগল্পের বই বেশি কিনছে। তারা নিজেদের পছন্দমতো বই কিনছে আর আমরাসহ অভিভাবকেরাও সাহায্য করছি।’
একুশে বইমেলায় শিশুদের মূল আকর্ষণ এই শিশুপ্রহর। মূলত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতেই মেলার একটি অংশকে ঘোষণা করা হয় শিশুপ্রহর। কড়া রোদে পুরো বইমেলা টইটই করে ঘুরে বেড়াচ্ছে শিশুরা। ভালোবেসে মেখে নিচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে