Ajker Patrika

গজারিয়ায় চলন্ত ক্রেনে হঠাৎ আগুন  

গজারিয়া প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৮: ১১
গজারিয়ায় চলন্ত ক্রেনে হঠাৎ আগুন  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় চলন্ত একটি ক্রেনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্রেনটির চালক আরমান হোসেন জানান, দাউদকান্দি ব্রিজসংলগ্ন বসুরচর এলাকায় একটি টাওয়ার নির্মাণকাজ চলছে। সেখানে মালামাল খালাস করতে গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে মদনপুর এলাকায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে পৌঁছালে ক্রেনে আগুন ধরে যায়। গাড়িটি কোনো রকম থামিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে তিনি নিচে নেমে যান। পরবর্তী সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গজারিয়ায় ক্রেনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকাগজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিপন মল্লিক বলেন, ‘বেলা সোয়া একটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত