হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১২ কেজির একটি বোয়াল মাছ। মাছটি পরে স্থানীয় এক ইউপি সদস্য ও মাছ ব্যবসায়ী ১৩ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলেরা জানান, রোববার দিবাগত মধ্যরাতে হারুকান্দি ইউনিয়নের পদ্মায় মাছটি ধরা পড়ে। পরে সকালে তিনি মাছটি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়তে নিয়ে যান। আড়ত থেকে সাড়ে ১২ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু।
জেলে শ্যামল হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা নদীতে ভেশাল জাল দিয়ে দীর্ঘদিন মাছ ধরে আসছি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।’
মাছটির ক্রেতা আড়তদার সুমন রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদারের ভেশাল জালে বোয়াল মাছটি আটকা পড়ে। আমি আড়তদার হওয়ায় বেশি দামাদামি করেনি শ্যামল। ১৩ হাজার ২০০ টাকায় মাছটি আমাকে দিয়েছে। আমি খাওয়ার জন্য মাছটি নিয়েছি। অনেকে মাছটি আরও বেশি দামে কিনতে চেয়েছেন। মাছটি বর্তমানে মাছ ব্যবসায়ী পবন ও ত্রপার কাছে রেখেছি।’
মাছ ব্যবসায়ী পবন ও ত্রপা রাজবংশী জানান, তাঁরা নিয়মিতই বড় মাছ কিনে কেজিতে ১০০-২০০ টাকা লাভ হলে বিক্রি করে দেন। মাছটি তাঁদের কাছে রাখায় অনেকেই মাছটি কিনতে চেয়েছেন। তাঁদের কাছে দাম হাঁকাচ্ছেন।
এ বিষয়ে হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ফরমান আলী আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে এখন নিয়মিত বোয়াল আর পাঙাশ মাছ ধরা পড়ছে। পদ্মার মাছ অনেক সুস্বাদু।
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১২ কেজির একটি বোয়াল মাছ। মাছটি পরে স্থানীয় এক ইউপি সদস্য ও মাছ ব্যবসায়ী ১৩ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলেরা জানান, রোববার দিবাগত মধ্যরাতে হারুকান্দি ইউনিয়নের পদ্মায় মাছটি ধরা পড়ে। পরে সকালে তিনি মাছটি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়তে নিয়ে যান। আড়ত থেকে সাড়ে ১২ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু।
জেলে শ্যামল হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা নদীতে ভেশাল জাল দিয়ে দীর্ঘদিন মাছ ধরে আসছি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।’
মাছটির ক্রেতা আড়তদার সুমন রাজবংশী আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদারের ভেশাল জালে বোয়াল মাছটি আটকা পড়ে। আমি আড়তদার হওয়ায় বেশি দামাদামি করেনি শ্যামল। ১৩ হাজার ২০০ টাকায় মাছটি আমাকে দিয়েছে। আমি খাওয়ার জন্য মাছটি নিয়েছি। অনেকে মাছটি আরও বেশি দামে কিনতে চেয়েছেন। মাছটি বর্তমানে মাছ ব্যবসায়ী পবন ও ত্রপার কাছে রেখেছি।’
মাছ ব্যবসায়ী পবন ও ত্রপা রাজবংশী জানান, তাঁরা নিয়মিতই বড় মাছ কিনে কেজিতে ১০০-২০০ টাকা লাভ হলে বিক্রি করে দেন। মাছটি তাঁদের কাছে রাখায় অনেকেই মাছটি কিনতে চেয়েছেন। তাঁদের কাছে দাম হাঁকাচ্ছেন।
এ বিষয়ে হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ফরমান আলী আজকের পত্রিকাকে বলেন, পদ্মা নদীতে এখন নিয়মিত বোয়াল আর পাঙাশ মাছ ধরা পড়ছে। পদ্মার মাছ অনেক সুস্বাদু।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৮ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২১ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২১ মিনিট আগে