নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থদাতা ৩১৩ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের এসব কথা বলেন। হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে পদ থেকে সরিয়ে দিতে সদ্য সাবেক আমির বাবুনগরী বাসায় বৈঠক হয়েছিল বলেও তিনি জানান।
হাফিজ আক্তার বলেন, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় অর্থ দিয়ে সহযোগিতা করা ৩১৩ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা মামুনুল হকের দুই ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৪৭ লাখ টাকা দিয়েছেন। তিনি আরও জানান, টাকার উৎস শনাক্ত হয়েছে। টাকাগুলো হেফাজতের সাংগঠনিক কাজে ব্যবহার করা হয়েছে বলে মামুনুল হক রিমান্ডে জানিয়েছেন। এখন টাকাগুলো কারা কী উদ্দেশ্যে দিয়েছেন এবং হেফাজত টাকা কী কাজে ব্যবহার করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে আনা হবে।
রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে সরিয়ে দিতে বাবুনগরীর বাসায় গোপন বৈঠক হয়েছিল। জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে এই অনুষ্ঠান হয়। বৈঠকে বাবুনগরী আহমেদ শফীকে সরিয়ে দিয়ে আমির হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পরিকল্পনা করে। পরে হাটহাজারি মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে শফী অনুসারিদের মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবুনগরী হয় হেফাজতের আমির। আস্থা ভাজনদের নিয়ে তিনি হেফাজতের কমিটি গঠন করেন।
ঢাকা: হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থদাতা ৩১৩ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের এসব কথা বলেন। হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে পদ থেকে সরিয়ে দিতে সদ্য সাবেক আমির বাবুনগরী বাসায় বৈঠক হয়েছিল বলেও তিনি জানান।
হাফিজ আক্তার বলেন, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় অর্থ দিয়ে সহযোগিতা করা ৩১৩ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা মামুনুল হকের দুই ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৪৭ লাখ টাকা দিয়েছেন। তিনি আরও জানান, টাকার উৎস শনাক্ত হয়েছে। টাকাগুলো হেফাজতের সাংগঠনিক কাজে ব্যবহার করা হয়েছে বলে মামুনুল হক রিমান্ডে জানিয়েছেন। এখন টাকাগুলো কারা কী উদ্দেশ্যে দিয়েছেন এবং হেফাজত টাকা কী কাজে ব্যবহার করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে আনা হবে।
রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে সরিয়ে দিতে বাবুনগরীর বাসায় গোপন বৈঠক হয়েছিল। জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে এই অনুষ্ঠান হয়। বৈঠকে বাবুনগরী আহমেদ শফীকে সরিয়ে দিয়ে আমির হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পরিকল্পনা করে। পরে হাটহাজারি মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে শফী অনুসারিদের মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবুনগরী হয় হেফাজতের আমির। আস্থা ভাজনদের নিয়ে তিনি হেফাজতের কমিটি গঠন করেন।
কুমার নদ বেষ্টিত দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। সালথা উপজেলার ওই এলাকার বাসিন্দাদের নিকটবর্তী উপজেলার শহর মুকসুদপুর। এই উপজেলা শহরেই উৎপাদিত কৃষি ফসল বিক্রিসহ নিত্যদিনের যোগাযোগ রয়েছে তাঁদের। এছাড়া মুকসুদপুরের কৃষ্ণাদিয়া গ্রামের নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে কামারদিয়া গ্রামে।
১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু সরকারি এ নিয়মের তোয়াক্কা করেন না রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের হাজরা হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কুমার। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজের খেয়ালখুশি মতো বিদ্যালয় ছুটি দেন।
১ ঘণ্টা আগেপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম
৮ ঘণ্টা আগেচলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১০ ঘণ্টা আগে