Ajker Patrika

বাংলাদেশ স্টাডি ফোরামের নির্বাহী কমিটি ঘোষণা

আগামী এক বছরের জন্য বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত
আগামী এক বছরের জন্য বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

আগামী এক বছরের জন্য বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তাসনীম আহমেদ (বুয়েট) ও সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান (ঢাবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে এই কমিটির ঘোষণা করা হয়।

এ দিন বাংলাদেশ স্টাডি ফোরামের সদস্যদের সম্মিলনে একটি ইফতার মাহফিল ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্ট্যান্ডিং কমিটি (স্থায়ী পর্ষদ) ও অ্যাডভাইজরি কাউন্সিল (উপদেষ্টা পরিষদ) ২০২৫-২০২৬ মেয়াদে ১ বছরের জন্য নতুন একটি (এক্সিকিউটিং কমিটি) নির্বাহী পর্ষদ অনুমোদন করেছে। ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে বার্ষিক সাধারণ সভায় সবার উপস্থিতি ও মতামতের প্রেক্ষিতে কমিটি ঘোষিত হয়েছে।

এ ছাড়া ভাইস-প্রেসিডেন্ট পদে সাফকাত আলম আঁখি (ইডেন কলেজ), জয়েন্ট সেক্রেটারি পদে সানজিদা সেঁজুতি (ঢাবি), স্পোকসপার্সন পদে সুস্মিতা হোসেন স্বর্ণালী (ঢাবি), ট্রেজারার পদে সাদিয়া ইসলাম তৃষা (আইবিএ, ঢাবি), প্রোগ্রাম সেক্রেটারি পদে ইয়াসিন আরাফাত, ইভেন্ট সেক্রেটারি পদে মাহমুদ হাবিব এবং অর্গানাইজেশনাল সেক্রেটারি পদে সাহিকন হাসান (ঢাকা কলেজ) ও বাপ্পী আহমেদ (তিতুমীর কলেজ) নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, কো-ফাউন্ডার সাবিদিন ইব্রাহিম, সাইমুম রেজা তালুকদার, আলাউদ্দীন মোহাম্মদ ও স্থায়ী পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক, আরিফ রহমান, কাইয়ুম আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে স্টাডি সার্কেল গুলো দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। যেকোনো পরিবর্তনের সূচনা স্টাডি সার্কেল গুলোর আলাপ আলোচনা থেকেই শুরু হয়। বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ)-ও এই ধারার ব্যতিক্রম নয়। সংগঠনটি জাতির ক্রান্তিকালীন সময়ে জ্ঞানমূলক চর্চা অব্যাহত রেখে নানান ধারণার সমন্বয়ে রাষ্ট্রের যুগোপযোগী পন্থা বিনির্মাণে নতুন ও যোগ্য নেতৃত্ব ও গবেষক গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রেখে এসেছে। এ সংগঠন থেকে উঠে আসা চিন্তক ও অ্যাকটিভিস্টরা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশ বিনির্মাণে আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়াও অনুষ্ঠানে ভবিষ্যতে নীতি-নির্ধারণী পর্যায়ে আরও বেশি ভূমিকা রাখা ও নতুন চিন্তক তৈরির কাজ অব্যাহত রাখার আশাবাদ ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত