Ajker Patrika

বিমানবন্দরে ৯৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১ 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে ৯৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১ 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায় সু-কৌশলে লুকায়িত অবস্থায় ৯৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের সেমি সলিড স্বর্ণসহ নুর হোসেন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

আজ শনিবার বিমানবন্দরের গ্রীণ চ্যানেল থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

আটক নুর হোসেন দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইেট শনিবার সকালে ঢাকা এসেছিলেন। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক (ডিসি) সানজিদা খানম আজকের পত্রিকাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল থেকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণের বিষয়ে অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে জামা, প্যান্ট, আন্ডার ওয়ারের দুই স্তরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০০৩ গ্রাম সেমি সলিড স্বর্ণ পাওয়া যায়। এসব স্বর্ণ কাপড়ের দুই স্তরে বিশেষ আঠা দিয়ে লাগানো ছিল। এছাড়াও তার কাছ থেকে ২৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। 

ডিসি সানজিদা খানন বলেন, ‘নুর হোসেন চোরাচালানের উদ্দেশ্যেই এসব স্বর্ণ সু-কৌশলে কাপড়ের মাঝে লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ও শুল্ক আইনে মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত