নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ উন্নত হলে কারওয়ান বাজারের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হবে, তখন কারওয়ান বাজারের পরিস্থিতি এমন থাকবে না। এই এলাকার চেহেরাও পাল্টে যাবে।’
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক অফিসের সামনে ১০ দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ কর্মসূচি উদ্বোধনের সময় মেয়র এসব কথা বলেন।
দেশ উন্নত হওয়া পর্যন্ত কারওয়ান বাজারে এমন অব্যবস্থাপনা চলতে থাকবে কি না, জানতে চাইলে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘একটি সিটির মধ্যে এরকম পাইকারি বাজার থাকতে পারে না। এই এলাকার সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী, বাজার কমিটির সভাপতিসহ সবার সঙ্গে আলোচনা করেছি। আমরা চাই কারওয়ান বাজারকে কীভাবে আধুনিক মার্কেট করা যায়। এই সবজি মার্কেটকে সায়েদাবাদে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনাও শেষ পর্যায়ে। এখানে অত্যাধুনিক বিজনেস হাব সেন্টার হবে, সেই পরিকল্পনাও আমরা করে রেখেছি।’
মেয়রের আগমনে কারওয়ান বাজার এলাকায় ময়লার স্তূপের সামান্য পরিবর্তন এসেছে জেনে আতিকুল ইসলাম বলেন, ‘অন্য এলাকায় যখন ভিজিটে যাব, ময়লা নিয়ে এমন অভিযোগ যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ময়লার গাড়ির দুর্ঘটনার পর বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। রাতে সংগ্রহ করা হচ্ছে ময়লা। এতে সারা দিন আবর্জনাপূর্ণ থাকে শহর। ময়লা সংগ্রহে আমাদের জনবলের সংকট রয়েছে। আশা করি এক মাসের মধ্যে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারব। আমাদের বর্জ্যের অনেক গাড়ি আছে, ডাইভার নেই। দেখা যাচ্ছে যেসব ডাইভার আছে, তাদের অনেকের লাইসেন্স নেই। এটা এক দিনে হয়নি। যুগে যুগে এই সংকট পুঞ্জীভূত হয়েছে। অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সংকট সমাধানে আমরা কাজ করছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, অঞ্চল-৫-এর (কারওয়ান বাজার) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ প্রমুখ।
বাংলাদেশ উন্নত হলে কারওয়ান বাজারের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হবে, তখন কারওয়ান বাজারের পরিস্থিতি এমন থাকবে না। এই এলাকার চেহেরাও পাল্টে যাবে।’
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক অফিসের সামনে ১০ দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ কর্মসূচি উদ্বোধনের সময় মেয়র এসব কথা বলেন।
দেশ উন্নত হওয়া পর্যন্ত কারওয়ান বাজারে এমন অব্যবস্থাপনা চলতে থাকবে কি না, জানতে চাইলে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘একটি সিটির মধ্যে এরকম পাইকারি বাজার থাকতে পারে না। এই এলাকার সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী, বাজার কমিটির সভাপতিসহ সবার সঙ্গে আলোচনা করেছি। আমরা চাই কারওয়ান বাজারকে কীভাবে আধুনিক মার্কেট করা যায়। এই সবজি মার্কেটকে সায়েদাবাদে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনাও শেষ পর্যায়ে। এখানে অত্যাধুনিক বিজনেস হাব সেন্টার হবে, সেই পরিকল্পনাও আমরা করে রেখেছি।’
মেয়রের আগমনে কারওয়ান বাজার এলাকায় ময়লার স্তূপের সামান্য পরিবর্তন এসেছে জেনে আতিকুল ইসলাম বলেন, ‘অন্য এলাকায় যখন ভিজিটে যাব, ময়লা নিয়ে এমন অভিযোগ যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘ময়লার গাড়ির দুর্ঘটনার পর বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। রাতে সংগ্রহ করা হচ্ছে ময়লা। এতে সারা দিন আবর্জনাপূর্ণ থাকে শহর। ময়লা সংগ্রহে আমাদের জনবলের সংকট রয়েছে। আশা করি এক মাসের মধ্যে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারব। আমাদের বর্জ্যের অনেক গাড়ি আছে, ডাইভার নেই। দেখা যাচ্ছে যেসব ডাইভার আছে, তাদের অনেকের লাইসেন্স নেই। এটা এক দিনে হয়নি। যুগে যুগে এই সংকট পুঞ্জীভূত হয়েছে। অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সংকট সমাধানে আমরা কাজ করছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, অঞ্চল-৫-এর (কারওয়ান বাজার) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ প্রমুখ।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২১ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৬ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩১ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে