Ajker Patrika

পুনরায় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৫, ০০: ৫০
পুনরায় বিকেএমইএর সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। ছবি: সংগৃহীত
পুনরায় বিকেএমইএর সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পর্ষদে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। একই সঙ্গে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে দেখা যায়, নয়টি পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার; সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার; সহসভাপতি (৫ জন) মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল (চট্টগ্রাম), আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ ও মোহাম্মদ রাশেদ।

এর আগে ১০ মে পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ প্যানেলের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়ী হন।

নির্বাচিত ৩৫ পরিচালক থেকে সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি (অর্থ) ও পাঁচজন সহসভাপতি মনোনীত হন। বাকি ২৬ জন থাকবেন পরিচালক পদে।

নির্বাচিত পরিচালকেরা হলেন— মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের তূর্য, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, মো. আব্দুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলার সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া ও সালাহ উদ্দিন আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত