Ajker Patrika

সরকারি সহায়তা পেলেন খেয়া ঘাটের মাঝি চপলা রাণী

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২৩: ৪৮
সরকারি সহায়তা পেলেন খেয়া ঘাটের মাঝি চপলা রাণী

সংবাদ প্রকাশের পরের দিনই সরকারি সহায়তায় এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে নগদ পাঁচ হাজার টাকা পেলেন খেয়া ঘাটের মাঝি চপলা রানী। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা নতুন বাজার থেকে গোপীনাথপুর বটতলা (মনোপীরের মাজার) ইছামতী নদীতে মানুষ পারাপার করেন। 

গতকাল সোমবার আজকের পত্রিকার অনলাইনে "১৮ বছর ধরে খেয়া ঘাটের মাঝি চপলা রানী " শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নজরে আসে। 

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তাঁর হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল সহ প্রমুখ। 

সরকারি সহায়তা পেয়ে চপলা রাণী দাস উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল গণমাধ্যমে চপলা রাণীর এমন জীবনযুদ্ধের সংবাদ প্রকাশে বিষয়টি আমি জানতে পারি। সাথে সাথে আমি গতকালই জেলা প্রশাসক মহোদয়কে জানাই এবং প্রাথমিকভাবে একবান জিআর ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা নগদ প্রদান করি।’ 

তিনি আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উপজেলা প্রশাসন সব সময়ই পাশে আছে এবং থাকবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা তুলে ধরে এমন সংবাদ পরিবেশনের জন্য উপজেলার সাংবাদিকদেরও তিনি ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, পঞ্চাশোর্ধ্ব বয়স্ক চপলা রাণী দাস উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুবাস চন্দ্র দাসের স্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত