Ajker Patrika

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে, তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে। মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুটি একই সময়ে একই সঙ্গে হাত ধরাধরি করে চলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারীর চেতনার যে জাগরণ ঘটেছিল, তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে নারীর শক্তি সংগঠিত হয়েছে, নারী আন্দোলন অগ্রসর হয়েছে। বাংলাদেশের অগ্রগতির প্রতিটি পর্যায়ে নারীর অবদান দৃশ্যমান হয়েছে ঠিকই, তবে একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে, তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে।

মহিলা পরিষদ মনে করে, যেকোনো সংকটকে মোকাবিলা করার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য ধরে এগোতে হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে হয়। সমাজে মানবাধিকার যত দিন প্রতিষ্ঠা না হবে, তত দিন মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও চলতে থাকবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীর সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি।

‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’ স্লোগানে মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।

জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সৈয়দা রত্না, মাধবী বণিক ও রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত