নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে নেমেছিল শিক্ষার্থীরা। আজ ব্যঙ্গচিত্র প্রদর্শন ও মানববন্ধন করেছে তারা। প্রায় ৪০ মিনিট ধরে তারা মানববন্ধন কর্মসূচি শেষ করে সোমবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কাল সড়কে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করবে শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে রামপুরা ব্রিজের ফুটপাতের ওপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ব্যঙ্গচিত্র প্রদর্শন শেষে নতুন এই কর্মসূচি দিয়েছেন।
আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে সড়ক দুর্ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের জন্য শোক প্রকাশ করবে। একই সঙ্গে সবাই কালো কাপড় দিয়ে মুখ বেঁধে আসবে।
এ সময় আন্দোলনে নেতৃত্বদানকারী খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া জানায়, `গতকাল গ্রিন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ট্রাকের চাপায় নিহত হয়েছেন। প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটছে, শিক্ষার্থী মারা যাচ্ছে। এ ব্যাপারে সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। যত দিন পর্যন্ত নিরাপদ সড়ক না ফিরবে, তত দিন পর্যন্ত কর্মসূচি চলবে। নিরাপদ সড়কের দাবিতে আমাদের ১১ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি। গতকাল আমরা লাল কার্ড প্রদর্শন করে সড়কের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আজ কর্মসূচিতে কিছুটা ভিন্নতা এনে মানুষকে সড়কে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরার জন্য আমরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।'
তবে শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের বাধা দেয়নি। শিক্ষার্থীরা ব্রিজের ফুটপাতের ওপর দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার আরেক পাশে অবস্থান নেন। শিক্ষার্থীদের মানববন্ধনের কারণে সড়কে আজ কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানজট দেখা যায়নি।
এদিকে রামপুরার শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে পরিবহন ও সড়কে নানা ধরনের অনিয়মের ব্যঙ্গচিত্র দেখানো হয়, প্রশাসন এবং বাসমালিক একই পক্ষ, গণপরিবহনে নারীদের হয়রানি, জাতির ভবিষ্যৎ মরলে কে গড়বে সোনার বাংলা, সড়কে দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতায় প্রাণ যাচ্ছে মানুষের, বাস মালিকেরা সরকারের গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সড়ক দুর্ঘটনার বিচার চাইলে পুলিশের ভূমিকাসহ এ রকম নানা বিষয় ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে নেমেছিল শিক্ষার্থীরা। আজ ব্যঙ্গচিত্র প্রদর্শন ও মানববন্ধন করেছে তারা। প্রায় ৪০ মিনিট ধরে তারা মানববন্ধন কর্মসূচি শেষ করে সোমবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কাল সড়কে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করবে শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে রামপুরা ব্রিজের ফুটপাতের ওপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ব্যঙ্গচিত্র প্রদর্শন শেষে নতুন এই কর্মসূচি দিয়েছেন।
আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে সড়ক দুর্ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের জন্য শোক প্রকাশ করবে। একই সঙ্গে সবাই কালো কাপড় দিয়ে মুখ বেঁধে আসবে।
এ সময় আন্দোলনে নেতৃত্বদানকারী খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া জানায়, `গতকাল গ্রিন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ট্রাকের চাপায় নিহত হয়েছেন। প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটছে, শিক্ষার্থী মারা যাচ্ছে। এ ব্যাপারে সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। যত দিন পর্যন্ত নিরাপদ সড়ক না ফিরবে, তত দিন পর্যন্ত কর্মসূচি চলবে। নিরাপদ সড়কের দাবিতে আমাদের ১১ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি। গতকাল আমরা লাল কার্ড প্রদর্শন করে সড়কের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আজ কর্মসূচিতে কিছুটা ভিন্নতা এনে মানুষকে সড়কে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরার জন্য আমরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।'
তবে শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের বাধা দেয়নি। শিক্ষার্থীরা ব্রিজের ফুটপাতের ওপর দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার আরেক পাশে অবস্থান নেন। শিক্ষার্থীদের মানববন্ধনের কারণে সড়কে আজ কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানজট দেখা যায়নি।
এদিকে রামপুরার শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে পরিবহন ও সড়কে নানা ধরনের অনিয়মের ব্যঙ্গচিত্র দেখানো হয়, প্রশাসন এবং বাসমালিক একই পক্ষ, গণপরিবহনে নারীদের হয়রানি, জাতির ভবিষ্যৎ মরলে কে গড়বে সোনার বাংলা, সড়কে দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতায় প্রাণ যাচ্ছে মানুষের, বাস মালিকেরা সরকারের গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সড়ক দুর্ঘটনার বিচার চাইলে পুলিশের ভূমিকাসহ এ রকম নানা বিষয় ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীরা।
বনানীতে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত ২ নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই তরুণী ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ছিল।
২৫ মিনিট আগেখাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী ইমাম মজুমদার আগামীকাল ১০ মে (শনিবার) রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করবেন।
১ ঘণ্টা আগেহত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
৩ ঘণ্টা আগে