Ajker Patrika

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

গাজীপুরের গাছা বড়বাড়ি এলাকার একটি সিএনজি পাম্পে কাভার্ড ভ্যানের খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় পারভেজ (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেল। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পারভেজের শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।’

এর আগে শুক্রবার সকালে মারা যান আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে একজন। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) ও সিরাজুল ইসলাম টুটুলের (২৫) অবস্থাও আশঙ্কাজনক।

পারভেজের মামা মো. জাহিদ জানান, তাঁর বাবার নাম নাজিম উদ্দিন। চট্টগ্রামে থাকতেন তিনি। যেই কাভার্ডভ্যানে বিস্ফোরণ হয়েছিল সেটির চালক ছিল পারভেজ।

গত বৃহস্পতিবার গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত