Ajker Patrika

ফরিদপুর জেলা আ. লীগের সভাপতি শামীম, সম্পাদক আরিফ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা আ. লীগের সভাপতি শামীম, সম্পাদক আরিফ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়েছে।

গত কমিটিতে শামীম হক আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এছাড়া ইশতিয়াক আরিফ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তাঁর পিতা এস এম নূর-উন-নবীর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক ছিলেন। 

আজ দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। তিনি আগামী নির্বাচনে দলকে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এদেশের মুক্তিযোদ্ধাদের বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে, দেশের অর্জনকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। সংগ্রামী, সৎ ও পরীক্ষিতদের নেতৃত্বে আনতে হবে। যারা নৌকার বিরোধিতা করেছে তাদেরকে কোনোভাবেই নতুন কমিটিতে রাখা যাবেনা।’ 

ফরিদপুরের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরে অনেক রক্তপাত হয়েছে। আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এদেরকে চিহ্নিত করতে হবে। এর পুনরাবৃত্তি যেনো আর না হয়।’ 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান এমপি ও আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি, প্রধান বক্তা রয়েছেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাছির হোসেন, এ. কে আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত