Ajker Patrika

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

বিদেশে শ্রমিক পাঠানোর নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন–আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস। গত ৫ সেপ্টেম্বরের একটি প্রতারণা মামলায় তাদের গতকাল শুক্রবার রাতে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী হামিদুল ইসলাম অভিযোগ করেন, তার সঙ্গে ব্যবসায়িক সূত্রে মো. আলমগীর হোসেনের পরিচয়। আলমগীর হোসেন বিদেশে মানুষ পাঠান। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরষ্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয়ে চূড়ান্ত করা হয়।

২০২৩ সালের ২ জুলাই পল্টন থানার আল-তাকদির ইন্টারন্যাশনালে বসে তাদের ৫টি পাসপোর্ট ও নগদ ৫ লাখ টাকা প্রদান করে। এরপর বিভিন্ন তারিখে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেওয়া হয়। টাকা নেওয়ার পর আলমগীর ও তার সহযোগীরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তাছাড়া ২৩ জনকে জাল ভিসা দেন তারা।

মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, গ্রেপ্তার আলমগীর ও জান্নাতুল দুজনেই দালাল। তারা বেকার যুবকদের টার্গেট করে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত