Ajker Patrika

থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেট নিলেন এএসআই

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৮: ৩৯
ফাইল ছবি
ফাইল ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ (১ হাজার ২০০) টাকা দিতে হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সালমান কবীর নামের এক যুবক থানায় জিডি করতে গেলে তাঁর কাছ থেকে এই টাকা আদায় করা হয়।

সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ওই টাকা নেন বলে অভিযোগ তোলেন সালমান কবীর।

ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, ‘শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। তিনি বলেন, “তাহলে পল্টন চলে যান, এখানে হবে না।” পরে জিডিটা করার জন্য তাঁকে অনুরোধ করি। তিনি বলেন, “দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান।” পরে থানার পাশের একটি দোকান থেকে ১২ শ টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দিই।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা না বোঝার কথা বলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে যান। পরে তিনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এ প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত