প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ৮ জন করোনায় ও ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে ফরিদপুরের এ হাসপাতালে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন।
হাসপাতালের পরিচালক আরও বলেন, দূর-দুরান্ত থেকে যে রোগী আসে তাঁদের শারীরিক অবস্থা ভালো থাকে না। যে কারণে মৃত্যুর হার তাঁদের মধ্যেই বেশি। আমরা আমাদের চিকিৎসক ও জনবল নিয়ে এই মহামারি সময়ে সঠিক সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৭২ জন। এতে শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ।
সিভিল সার্জন বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৪৫৩ জন। এতে জেলায় মৃত্যুর হার ২ দশমিক ৩৩ শতাংশ এবং আক্রান্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ৮ জন করোনায় ও ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে ফরিদপুরের এ হাসপাতালে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন।
হাসপাতালের পরিচালক আরও বলেন, দূর-দুরান্ত থেকে যে রোগী আসে তাঁদের শারীরিক অবস্থা ভালো থাকে না। যে কারণে মৃত্যুর হার তাঁদের মধ্যেই বেশি। আমরা আমাদের চিকিৎসক ও জনবল নিয়ে এই মহামারি সময়ে সঠিক সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৭২ জন। এতে শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ।
সিভিল সার্জন বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৪৫৩ জন। এতে জেলায় মৃত্যুর হার ২ দশমিক ৩৩ শতাংশ এবং আক্রান্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।
কুমার নদ বেষ্টিত দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। সালথা উপজেলার ওই এলাকার বাসিন্দাদের নিকটবর্তী উপজেলার শহর মুকসুদপুর। এই উপজেলা শহরেই উৎপাদিত কৃষি ফসল বিক্রিসহ নিত্যদিনের যোগাযোগ রয়েছে তাঁদের। এছাড়া মুকসুদপুরের কৃষ্ণাদিয়া গ্রামের নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে কামারদিয়া গ্রামে।
১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু সরকারি এ নিয়মের তোয়াক্কা করেন না রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের হাজরা হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কুমার। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজের খেয়ালখুশি মতো বিদ্যালয় ছুটি দেন।
১ ঘণ্টা আগেপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম
৮ ঘণ্টা আগেচলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১০ ঘণ্টা আগে