ঢামেক প্রতিনিধি
রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী এবং মোহাম্মদপুরে নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে পৃথক এই দুই হামলার ঘটনা ঘটে।
জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিহত শিক্ষার্থীর নাম সামিউর রহমান আলভি (২৩)। তিনি ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতালে নিহত আলভির বন্ধু ইসমাইল হোসেন জানান, তিনি ও আলভি, রাব্বী ও জাকারিয়া জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ২০-২৫ জন যুবক এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় রাব্বী দূরে সরে গেলে আলভির ওপর বেশি আক্রমণ করে তারা। উদ্ধার করে প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎক আলভিকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাঁদের ওপর হামলা করেছে, এ বিষয়ে কেউ কিছু জানেন না বলে দাবি করেন ইসমাইল।
এদিকে গতকাল রাত ৮টার দিকে মোহাম্মদপুর পুলপাড় দুর্গামন্দিরের গলিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নুর ইসলাম (২৬) নামে এক যুবক। তিনি পেশায় আলোকচিত্রী ছিলেন। তাঁর সঙ্গে থাকা দুটি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই ওসমান গনি জানান, তাঁদের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি গ্রামে। ঢাকায় তাঁরা ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকেন। রাতে ফোনকলে তিনি খবর পান, তাঁর ছোট ভাইকে মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের লাশ দেখতে পান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক আলভি ও নুর ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী এবং মোহাম্মদপুরে নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে পৃথক এই দুই হামলার ঘটনা ঘটে।
জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিহত শিক্ষার্থীর নাম সামিউর রহমান আলভি (২৩)। তিনি ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতালে নিহত আলভির বন্ধু ইসমাইল হোসেন জানান, তিনি ও আলভি, রাব্বী ও জাকারিয়া জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ২০-২৫ জন যুবক এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় রাব্বী দূরে সরে গেলে আলভির ওপর বেশি আক্রমণ করে তারা। উদ্ধার করে প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎক আলভিকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাঁদের ওপর হামলা করেছে, এ বিষয়ে কেউ কিছু জানেন না বলে দাবি করেন ইসমাইল।
এদিকে গতকাল রাত ৮টার দিকে মোহাম্মদপুর পুলপাড় দুর্গামন্দিরের গলিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নুর ইসলাম (২৬) নামে এক যুবক। তিনি পেশায় আলোকচিত্রী ছিলেন। তাঁর সঙ্গে থাকা দুটি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই ওসমান গনি জানান, তাঁদের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি গ্রামে। ঢাকায় তাঁরা ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকেন। রাতে ফোনকলে তিনি খবর পান, তাঁর ছোট ভাইকে মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের লাশ দেখতে পান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক আলভি ও নুর ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওই এলাকার পাতাসী বেগমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উত্তরা ইপেজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন...
১৩ মিনিট আগে‘ঝাঁকায় চুক্তি করে বাঙ্গি কিনি। প্রতিটি ঝাঁকার দাম ৮০০ থেকে ১২০০ টাকা। প্রতি ঝাঁকায় গড়ে ১৬–২০টি বাঙ্গি থাকে। লাভও হয়, কৃষকেরাও খুশি।’
৪২ মিনিট আগেপ্রতিদিন উপজেলার অন্তত ২০–২৫টি স্থানে রাস্তার মোড়ে মোড়ে চলছে লাউ কেনাবেচা। ব্যবসায়ীরা জমি থেকেই লাউ কিনে ট্রাকে তুলে নিচ্ছেন। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। কৃষকেরা বলছেন, এবার দামও ভালো, ফলে তাঁরা খুশি।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ঋণের ভার সইতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গোহালবাড়ি এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৮)। পরে পুলিশ নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান।
১ ঘণ্টা আগে