Ajker Patrika

কেন্দ্র অরক্ষিত রেখে পুলিশ যেতে পারে না: হিরো আলমের নিরাপত্তা প্রশ্নে ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২৩: ৪১
কেন্দ্র অরক্ষিত রেখে পুলিশ যেতে পারে না: হিরো আলমের নিরাপত্তা প্রশ্নে ডিএমপি কমিশনার

ভোট কেন্দ্র থেকে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বের করে দেওয়ার পর পুলিশের সামনেই তাঁর ওপর হামলা হয়েছে। চড়–থাপ্পড় ও লাথি দিয়েছে নৌকার ব্যাজধারী কিছু লোক। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। 

হিরো আলমকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং পুলিশের সামনেই তাঁকে মারধর ধরার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই ঘটনায় পুলিশের নীরব ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন, নৌকার ব্যাজধারীদের হাতে তাঁকে তুলে দিয়েছে পুলিশই। 

এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘হিরো আলম অনেক লোকজন নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন। পুলিশ তখন তাঁকে এত লোক নিয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। আইনেও নাই, এত লোক নিয়ে কেন্দ্র পরিদর্শন। তাই কেন্দ্রে দায়িত্বরত পুলিশ তাঁকে কেন্দ্র থেকে বের করে দেন। কেন্দ্রের সামনেই তাঁর গাড়ি ছিল। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ তো কেন্দ্র অনিরাপদ রেখে তাঁর সঙ্গে যেতে পারে না।’ 

আজ সোমবার দুপুরে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর নৌকার ব্যাজধারী একদল যুবক হামলা করে। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে আজ রাতে আজকের পত্রিকাকে ডিএমপি কমিশনার বলেন, ‘এক দল দুষ্কৃতকারী হামলা চালিয়েছে। আমরা ভিডিও দেখে তাদের শনাক্ত করছি। তাদের মধ্যে চারজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করা হয়েছে। সবাইকে গ্রেপ্তার করা হবে। এখানে কোনো দল মত দেখা হবে না।’ 

উল্লেখ্য, ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একতারা প্রতীক নিয়ে এই নির্বাচনে ৫ হাজার ৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হিরো আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত