Ajker Patrika

চলন্ত বাসে অচেতন ব্যবসায়ী, হাসপাতালে মৃত ঘোষণা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩১ মে ২০২৪, ১৪: ৪৫
চলন্ত বাসে অচেতন ব্যবসায়ী, হাসপাতালে মৃত ঘোষণা

রাজধানীতে চলন্ত বাস থেকে অচেতন অবস্থায় এক ফল ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজন ও পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির কবলে পড়ে চেতনা হারিয়ে তাঁর মৃত্যু হয়। 

আজ শুক্রবার সকাল ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যবসায়ীর নাম আসিফ (২৫)। তাঁকে হাসপাতালে নিয়ে আসা মামাশ্বশুর সিরাজুল ইসলাম জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। স্ত্রীকে নিয়ে ঢাকার সাভারের বাইপাইলে থাকতেন তিনি। সেখানেই ফলের ব্যবসা করতেন। 

গত রোববার আসিফ ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়েছিলেন আম কিনতে। সেখানে গিয়ে আম নিয়ে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা থেকে মাস্টার পরিবহন নামে একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন আসিফ। পথে বাসের মধ্যে স্টাফরা আসিফকে অচেতন অবস্থায় দেখতে পান। বাসটি যাত্রাবাড়ী এলাকায় এলে তখন তাঁকে বাস থেকে নামিয়ে দোলাইরপাড় মডার্ন হাসপাতালে নিয়ে যান বাসের স্টাফরা। এর মধ্যে স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনেরা দোলাইরপাড়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সিরাজুল আরও জানান, বাসের স্টাফদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে থাকতে পারেন। তবে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন এবং মানিব্যাগ অক্ষত রয়েছে। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, আসিফ নামে যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত