অনলাইন ডেস্ক
পৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে সরেজমিনে তিতুমীর কলেজে গিয়ে দেখা গেছে, কলেজটির প্রধান ফটকের সামনের ফুটপাতে আটজন শিক্ষার্থী শামিয়ানা টানিয়ে শুয়ে আছেন। তাঁদের ঘিরে আছেন গণমাধ্যমকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
গত ২৯ জানুয়ারি বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ সাত দফা দাবিতে তিতুমীর কলেজের ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। আজ ভোরে তিনজন অসুস্থ হয়ে পড়লে, তাঁদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন—বাংলা বিভাগের রানা, অর্থনীতি বিভাগের ইউসুফ এবং গণিত বিভাগের রায়হান। তবে তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অনশনরত ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, গত ৩০ জানুয়ারি সকাল থেকে তিনি অনশনে আছেন। তাঁর শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
এ ছাড়া অনশনে রয়েছেন—ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের রাশেদুল ইসলাম রাশেদ, গণিত বিভাগের আমিনুল ইসলাম, বাংলা বিভাগের মো. বেলাল হাসান, দুর্বার মামুন, এহতেসাম, হুমায়ুন কবির, মাফিজুল ইসলাম, রাব্বি ইসলাম এবং মাইনউদ্দিন।
আজ দুপুর দেড়টার দিকে সরকারি কর্মচারী হাসপাতালের চিকিৎসক রাসেল আহম্মেদ তাঁদের সবার স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আটজন যারা এখনো অনশনে রয়েছেন, তাঁদের প্রত্যেকের শরীর দুর্বল। দীর্ঘ সময় ধরে কিছু না খাওয়ায় তাঁরা ডিহাইড্রেশনে (পানিশূন্যতা) চলে গেছেন। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। তবে তাঁদের প্রেশার কম, বমি ভাব আসছে, কেউ উঠে দাঁড়াতে পারছেন না। এ রকম আরও চলতে থাকলে বিপদ হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে, বিকেলে পুনরায় কর্মসূচি ঘোষণা করেছেন তিতুমীরের শিক্ষার্থীরা। আমরণ অনশনের পাশাপাশি তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন। বিকেল ৪টা থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করবেন তাঁরা। এই কর্মসূচির আওতায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সড়ক ও রেল পথ অবরোধ করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই কর্মসূচি শিথিল থাকবে।
পৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে সরেজমিনে তিতুমীর কলেজে গিয়ে দেখা গেছে, কলেজটির প্রধান ফটকের সামনের ফুটপাতে আটজন শিক্ষার্থী শামিয়ানা টানিয়ে শুয়ে আছেন। তাঁদের ঘিরে আছেন গণমাধ্যমকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
গত ২৯ জানুয়ারি বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ সাত দফা দাবিতে তিতুমীর কলেজের ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। আজ ভোরে তিনজন অসুস্থ হয়ে পড়লে, তাঁদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন—বাংলা বিভাগের রানা, অর্থনীতি বিভাগের ইউসুফ এবং গণিত বিভাগের রায়হান। তবে তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অনশনরত ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, গত ৩০ জানুয়ারি সকাল থেকে তিনি অনশনে আছেন। তাঁর শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
এ ছাড়া অনশনে রয়েছেন—ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের রাশেদুল ইসলাম রাশেদ, গণিত বিভাগের আমিনুল ইসলাম, বাংলা বিভাগের মো. বেলাল হাসান, দুর্বার মামুন, এহতেসাম, হুমায়ুন কবির, মাফিজুল ইসলাম, রাব্বি ইসলাম এবং মাইনউদ্দিন।
আজ দুপুর দেড়টার দিকে সরকারি কর্মচারী হাসপাতালের চিকিৎসক রাসেল আহম্মেদ তাঁদের সবার স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আটজন যারা এখনো অনশনে রয়েছেন, তাঁদের প্রত্যেকের শরীর দুর্বল। দীর্ঘ সময় ধরে কিছু না খাওয়ায় তাঁরা ডিহাইড্রেশনে (পানিশূন্যতা) চলে গেছেন। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। তবে তাঁদের প্রেশার কম, বমি ভাব আসছে, কেউ উঠে দাঁড়াতে পারছেন না। এ রকম আরও চলতে থাকলে বিপদ হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে, বিকেলে পুনরায় কর্মসূচি ঘোষণা করেছেন তিতুমীরের শিক্ষার্থীরা। আমরণ অনশনের পাশাপাশি তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন। বিকেল ৪টা থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করবেন তাঁরা। এই কর্মসূচির আওতায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সড়ক ও রেল পথ অবরোধ করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই কর্মসূচি শিথিল থাকবে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৬ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৩ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৮ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২২ মিনিট আগে