নারায়ণগঞ্জ প্রতিনিধি
মসজিদ থেকে নামাজ শেষে বের হতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় সুরুজ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। আহতরা হলেন–নিহতের দুই ছেলে জনি আহমেদ (৩৫), রাজু আহমেদ (৪০), স্থানীয় বাসিন্দা রাসেল (৩২) ও শাকিল (৩০)।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মাথা, হাতসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে। বিষয়টি ফতুল্লা থানা–পুলিশকে অবগত করেছি আমরা।’
নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে স্থানীয় সালাহউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরা তাদের লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের স্বজন (ভাগনে) নূর হোসেন বলেন, ‘সুরুজ মিয়ার সঙ্গে অটোরিকশা ও ইট বালুর ব্যবসা নিয়ে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে বিরোধ ছিল। সালু ও হিরা সম্প্রতি স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মালিককে তাদের কাছ থেকে ইট বালু সিমেন্ট নেওয়ার কথা জানায়। সেসময় ভবন মালিক সুরুজ মিয়াকে বিষয়টি জানালে তিনি তাদের দুজনকে শাসন করেন। একই সঙ্গে ভবনে সুরুজ মিয়া ইট বালু সিমেন্ট সরবরাহ করছেন বলে জানিয়ে দেন।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সুরুজ মিয়ার ওপর আক্রমণ করে সালু ও হিরার লোকজন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে।
খবর পেয়ে সুরুজ মিয়ার দুই ছেলে ও স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। গুরুতর অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়িক বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলছে।’
মসজিদ থেকে নামাজ শেষে বের হতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় সুরুজ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। আহতরা হলেন–নিহতের দুই ছেলে জনি আহমেদ (৩৫), রাজু আহমেদ (৪০), স্থানীয় বাসিন্দা রাসেল (৩২) ও শাকিল (৩০)।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মাথা, হাতসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকিদের শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে। বিষয়টি ফতুল্লা থানা–পুলিশকে অবগত করেছি আমরা।’
নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে স্থানীয় সালাহউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরা তাদের লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের স্বজন (ভাগনে) নূর হোসেন বলেন, ‘সুরুজ মিয়ার সঙ্গে অটোরিকশা ও ইট বালুর ব্যবসা নিয়ে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হিরার সঙ্গে বিরোধ ছিল। সালু ও হিরা সম্প্রতি স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মালিককে তাদের কাছ থেকে ইট বালু সিমেন্ট নেওয়ার কথা জানায়। সেসময় ভবন মালিক সুরুজ মিয়াকে বিষয়টি জানালে তিনি তাদের দুজনকে শাসন করেন। একই সঙ্গে ভবনে সুরুজ মিয়া ইট বালু সিমেন্ট সরবরাহ করছেন বলে জানিয়ে দেন।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে সুরুজ মিয়ার ওপর আক্রমণ করে সালু ও হিরার লোকজন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে।
খবর পেয়ে সুরুজ মিয়ার দুই ছেলে ও স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। গুরুতর অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়িক বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলছে।’
চট্টগ্রামের দক্ষিণে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি।
৮ মিনিট আগেজামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল বিভাগে রায়ের দিন আগামী ১ জুন ধার্য করা হয়েছে। আজ বুধবার চতুর্থ দিনের শুনানি শেষে দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
২২ মিনিট আগেরাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম।
১ ঘণ্টা আগে