Ajker Patrika

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২১: ৫০
ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও পাঁচজন মারা গেছেন। আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয় হয়। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। 

মৃতরা হলেন, রিপন শিকদার (৪০), মেহেদী হাসান (২৬) মোশারফ হোসেন রনি (২৭) শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)। 

ডা. সামন্ত লাল সেন বলেন, ঝালকাঠিতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন দগ্ধ রোগী হাসপাতালে এসেছিল। এদের মধ্যে ভোর ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে পাঁচজন মারা গেছে। 

ডা. সামন্ত লাল সেন বলেন, ভোর ৫টার দিকে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় মেহেদী হাসান, সকাল সারে ৯টায় ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মোশারফ হোসেন রনি একই সময়ে ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় রিপন শিকদার, বিকেল সারে ৪টার দিকে ৭০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান শহিদ তালুকদার ও রাত পৌনে ৮টার দিকে ৬৬ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান আশিক ইসলাম। এ ছাড়া ইমাম উদ্দিন ও রুবেল হোসেন নামে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

এর আগে শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকারী তেলবাহী জাহাজে পাম্প বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। দগ্ধ সাতজনকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত