নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রামীণ কল্যাণের করা এ-সংক্রান্ত রেফারেন্স আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় দেন।
আইনজীবীদের তথ্যমতে, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্ন দাখিল করে গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। দাখিলকৃত নথির ভিত্তিতে আয়কর দাবি করে এনবিআর।
বিষয়টি নিয়ে অ্যাপিলেট কমিশনারের কাছে যায় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। সেখানে সাড়া না পেয়ে আয়কর আপিল ট্রাইব্যুনালে যায় তারা। সেখানেও বিফল হয়ে হাইকোর্টে রেফারেন্স আবেদন করে। শুনানি শেষে যা খারিজ করে দেন আদালত।
আদালতে এনবিআরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী জিন্নাত আলী।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট রেফারেন্স আবেদন খারিজ করে দিয়েছেন। এখন তাদের ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে। আইনজীবী জিন্নাত আলী বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল হবে কি না তা গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, গ্রামীণ কল্যাণের কাছে ৫৫৫ কোটি টাকা আয়কর দাবি ছিল এনবিআরের। বিভিন্ন সময় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ ৪৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। এখন তাদের এখন ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রামীণ কল্যাণের করা এ-সংক্রান্ত রেফারেন্স আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় দেন।
আইনজীবীদের তথ্যমতে, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্ন দাখিল করে গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। দাখিলকৃত নথির ভিত্তিতে আয়কর দাবি করে এনবিআর।
বিষয়টি নিয়ে অ্যাপিলেট কমিশনারের কাছে যায় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। সেখানে সাড়া না পেয়ে আয়কর আপিল ট্রাইব্যুনালে যায় তারা। সেখানেও বিফল হয়ে হাইকোর্টে রেফারেন্স আবেদন করে। শুনানি শেষে যা খারিজ করে দেন আদালত।
আদালতে এনবিআরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী জিন্নাত আলী।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট রেফারেন্স আবেদন খারিজ করে দিয়েছেন। এখন তাদের ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে। আইনজীবী জিন্নাত আলী বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল হবে কি না তা গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, গ্রামীণ কল্যাণের কাছে ৫৫৫ কোটি টাকা আয়কর দাবি ছিল এনবিআরের। বিভিন্ন সময় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ ৪৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। এখন তাদের এখন ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে।
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
১৩ মিনিট আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ মিনিট আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
২ ঘণ্টা আগে