Ajker Patrika

সাবেক আইজিপি বেনজীরের সাভানা ইকো রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ০১: ৪৭
সাবেক আইজিপি বেনজীরের সাভানা ইকো রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (৩ জুন) সকালেই পার্কের প্রবেশদ্বারে একটি কাগজে লিখে সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়। 

ওই নোটিশের কাগজে লেখা হয় অনিবার্য কারণবশত সাভানা পার্ক বন্ধ থাকবে। তবে কবে নাগাদ খুলবে বা কি কারণে বন্ধ সেটি সেখানে উল্লেখ করেনি কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কথা বলতে গিয়ে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেও বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। কোনো কর্তৃপক্ষের যোগাযোগের মোবাইল নম্বরও পাওয়া যায়নি। 

উল্লেখ্য, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জমি বিভিন্ন মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে জোর করে নানা কৌশলে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে বেনজীর আহমেদের বিরুদ্ধে। 

গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। ছবি: সংগৃহীতগত ১ জুন সাংবাদিকদের এ বিষয়ে এলাকাবাসী সাক্ষাৎকার দিলে ওই দিন রাতেই তাদের ওপর হামলা চালানো হয়। এলাকাবাসীর অভিযোগ পুলিশের লোকজন এই হামলা চালিয়েছে। হামলায় চারজন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত