রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার সময় ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্টে পারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে চালক ও যাত্রীরা।
গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম জানান, সাড়ে ৬টায় ঘাট এলাকায় এসেছেন। এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ রয়েছে কুয়াশার কারণে। সকাল সাড়ে ৯টার সময় ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি বোধ করছেন তিনি।
আরেক যাত্রী শফিক শামিম জানান, সারা বছর ভোগান্তির শিকার হয়েই পদ্মা পাড়ি দিতে হয় তাঁদের। এক মাসের বেশি সময় ধরে দীর্ঘ যানজট লেগেই আছে। এখন নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কুয়াশা।
পণ্যবাহী ট্রাকচালক আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে ফেরি পারের অপেক্ষায় আছি। গাড়িতে সবজি রয়েছে। ঘাটের কাছাকাছি গিয়ে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তাই বসে আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান, ভোর ৬টা ১০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে কয়েক শ যানবাহন আটকে থাকে পারের অপেক্ষায়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন, মো. জামাল হোসেন ও বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার কন্ট্রো রুমে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার সময় ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্টে পারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে চালক ও যাত্রীরা।
গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম জানান, সাড়ে ৬টায় ঘাট এলাকায় এসেছেন। এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ রয়েছে কুয়াশার কারণে। সকাল সাড়ে ৯টার সময় ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি বোধ করছেন তিনি।
আরেক যাত্রী শফিক শামিম জানান, সারা বছর ভোগান্তির শিকার হয়েই পদ্মা পাড়ি দিতে হয় তাঁদের। এক মাসের বেশি সময় ধরে দীর্ঘ যানজট লেগেই আছে। এখন নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কুয়াশা।
পণ্যবাহী ট্রাকচালক আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে ফেরি পারের অপেক্ষায় আছি। গাড়িতে সবজি রয়েছে। ঘাটের কাছাকাছি গিয়ে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তাই বসে আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান, ভোর ৬টা ১০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে কয়েক শ যানবাহন আটকে থাকে পারের অপেক্ষায়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন, মো. জামাল হোসেন ও বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার কন্ট্রো রুমে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে