Ajker Patrika

সাভারে বৃদ্ধাকে হত্যার ৬ মাস পর নারী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে বৃদ্ধাকে হত্যার ৬ মাস পর নারী গ্রেপ্তার

ঢাকার সাভারে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার প্রায় ছয় মাস পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের স্বার্থ জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বিষয়গুলো এখনই গণমাধ্যমের সামনে আনা হবে না বলেও জানানো হয়েছে। 

আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। 

গত ১৮ জুন নিজ বাড়িতে খুন হন হাজেরা খাতুন (৭৩)। তিনি সাভারের দক্ষিণ সবুজবাগের বিনোদবাইদ এলাকার মৃত সাখাওয়াতের স্ত্রী। তিনি তাঁর ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাভারের ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগম (৪৭) নামের ওই নারীকে। তিনি ফেনী জেলা সদরের নতুন বাড়ি গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে। সাভারের সিআরপির ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৮ জুন বাসা ভাড়া নেওয়ার কথা বলে নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে মমতাজ পারভীন। বোরকা পরিহিত মমতাজ নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে হাজেরা খাতুনের হাত-পা রশি দিয়ে বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ঘরের কোনো কিছু না নিয়ে শুধু নিহতের মোবাইল ফোন নিয়ে চলে যায় মমতাজ। বোরকা পড়ে ঘরে প্রবেশ করায় তাঁকে বাড়ির নিরাপত্তাকর্মীসহ সিসি ক্যামেরায় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মমতাজকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকের স্বার্থই জড়িত। হত্যাকাণ্ডের পেছনে আরও অনেকেই রয়েছেন। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত