সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার প্রায় ছয় মাস পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের স্বার্থ জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বিষয়গুলো এখনই গণমাধ্যমের সামনে আনা হবে না বলেও জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।
গত ১৮ জুন নিজ বাড়িতে খুন হন হাজেরা খাতুন (৭৩)। তিনি সাভারের দক্ষিণ সবুজবাগের বিনোদবাইদ এলাকার মৃত সাখাওয়াতের স্ত্রী। তিনি তাঁর ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাভারের ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগম (৪৭) নামের ওই নারীকে। তিনি ফেনী জেলা সদরের নতুন বাড়ি গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে। সাভারের সিআরপির ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৮ জুন বাসা ভাড়া নেওয়ার কথা বলে নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে মমতাজ পারভীন। বোরকা পরিহিত মমতাজ নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে হাজেরা খাতুনের হাত-পা রশি দিয়ে বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ঘরের কোনো কিছু না নিয়ে শুধু নিহতের মোবাইল ফোন নিয়ে চলে যায় মমতাজ। বোরকা পড়ে ঘরে প্রবেশ করায় তাঁকে বাড়ির নিরাপত্তাকর্মীসহ সিসি ক্যামেরায় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মমতাজকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকের স্বার্থই জড়িত। হত্যাকাণ্ডের পেছনে আরও অনেকেই রয়েছেন। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’
ঢাকার সাভারে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার প্রায় ছয় মাস পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের স্বার্থ জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বিষয়গুলো এখনই গণমাধ্যমের সামনে আনা হবে না বলেও জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।
গত ১৮ জুন নিজ বাড়িতে খুন হন হাজেরা খাতুন (৭৩)। তিনি সাভারের দক্ষিণ সবুজবাগের বিনোদবাইদ এলাকার মৃত সাখাওয়াতের স্ত্রী। তিনি তাঁর ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাভারের ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগম (৪৭) নামের ওই নারীকে। তিনি ফেনী জেলা সদরের নতুন বাড়ি গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে। সাভারের সিআরপির ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৮ জুন বাসা ভাড়া নেওয়ার কথা বলে নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে মমতাজ পারভীন। বোরকা পরিহিত মমতাজ নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে হাজেরা খাতুনের হাত-পা রশি দিয়ে বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ঘরের কোনো কিছু না নিয়ে শুধু নিহতের মোবাইল ফোন নিয়ে চলে যায় মমতাজ। বোরকা পড়ে ঘরে প্রবেশ করায় তাঁকে বাড়ির নিরাপত্তাকর্মীসহ সিসি ক্যামেরায় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মমতাজকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকের স্বার্থই জড়িত। হত্যাকাণ্ডের পেছনে আরও অনেকেই রয়েছেন। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’
যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
৪ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
৫ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
৬ ঘণ্টা আগে